এবছর বোধনের আগেই কলকাতার বাঙালির মনে মনে পুজো এসে গিয়েছে। অনেক মণ্ডপেও। যদিও গোটা রাজ্যের অন্য জেলাগুলির ছবি একদমই আলাদা। এভাবেই দেখতে দেখতে ক’দিন কেটে যাবে। তবে বাঙালির কাছে পুজোর শেষ মানে পরের বছরের পুজো শুরু। মনে মনে তো বটেই পুজো উদ্যোক্তাদের কাছেও এক বিজয়ার দিন থেকে পরের বোধনের প্রস্তুতি শুরু হয়ে যায়।
এই বছর যেমন মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় পুজোর আবহে এসে যায় আশা করাই যায় যে আগামী বারেও তাই হবে। তবে মহালয়া পড়েছে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে। ফলে একটা ছুটি নষ্ট। পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। বোধন ৯ অক্টোবর বুধবার। ১০ অক্টোবর, বৃহস্পতিবার সপ্তমী আর ১১ অক্টোবর শুক্রবারে অষ্টমী। নবমী ও দশমী পড়েছে শনি ও রবিবারে। ১২ ও ১৩ অক্টোবর।
দুর্গাপুজো হয়ে গেলেই তো আর পুজো মিটে যায় না। আগামী বার লক্ষ্মীপুজো শুক্রবার, ১ নভেম্বর। সঙ্গে সঙ্গেই পুজোর ছুটি মিটছে না। পরের দু’দিন শনি-রবি বার হওয়ায় চলবে ছুটি।