বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর চতুর্থী আজ, সোমবার। কিন্তু আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও মাটি করতে পারে উৎসবের আনন্দ। চতুর্থী থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসে চিন্তিত রাজ্যবাসী। বিশেষ করে, সোমবার অর্থাৎ চতুর্থীর দিন থেকে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির আভাস থাকায় পুজোর আমেজ খানিকটা ম্লান হওয়ার সম্ভাবনা রয়েছে।
চতুর্থীতে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের মতে, সোমবার মূলত রাজ্যের চার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে যেমন—কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং বাঁকুড়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি, যা কিছুটা স্বস্তির। কলকাতার আকাশ চতুর্থীর দিন মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পুজোর বাকি দিনগুলোতে আবহাওয়া
পঞ্চমী থেকে দশমীর আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও উত্সাহ রয়েছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টি হলেও তা সাময়িক। একমাত্র শনিবারের পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। তবে পুজোর সময়টাই মোটের ওপর বৃষ্টি-মুক্ত কাটবে বলেই আশ্বাস।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব কিছুটা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কালিম্পঙের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বড় কোনও দুর্যোগ বা ধসের আশঙ্কা নেই, যা স্বস্তি দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব
উত্তর বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ এবং উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের এই বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি, ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করা ঘূর্ণাবর্তের প্রভাবেও আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। তবে পুজোর দিনগুলোতে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।
সার্বিক পরিস্থিতি
পুজোর আনন্দে বৃষ্টি খানিকটা বাধা হয়ে দাঁড়ালেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের মতে, পুজোর মূল দিনগুলো মোটের ওপর মেঘলা আকাশের মধ্যে দিয়ে কাটলেও সামান্য বৃষ্টির কারণে উৎসবে বিরতি পড়বে না।