আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি স্কুল, কলেজে আজ থেকেই পুজোর ছুটি থাকছে। উৎসবের আগে নিম্নচাপের মেঘভাঙা বৃষ্টিতে চরম দুর্ভোগ কলকাতা ও শহরতলির। প্রাকৃতিক দুর্যোগের কারণে তাই আজ থেকেই ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। আগামিকালও আবহাওয়া খারাপ থাকবে।
আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডগুলিকেও আজ থেকেই ছুটি দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালগুলিকে আগামী দু'দিন অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেন। প্রতিকূল আবহাওয়া ও জমা জলে বিপর্যয় এড়াতে বেসরকারি অফিসের কর্মীরা আগামী দু'দিন যাতে ওয়ার্ক ফর্ম হোম করতে পারেন সেই অনুরোধও করেন।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, "আজ ও কাল রাস্তায় বেরোবেন না। স্কুল, কলেজগুলিতে আজই ছুটি দিয়ে দিচ্ছি। সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়ে দিয়েছি। বেসরকারি অফিসগুলিও যাতে ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়ার অনুরোধ করছি। কোভিডের সময় যেমন বাড়ি থেকে অফিস হত তাই করা হোক।"
এদিন বৃষ্টিতে শহর জলমগ্ন পরিস্থিতি থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়। স্কুল, কলেজগুলিতে অঘোষিত ছুটি ছিল।
দুর্গাপুজোর আগে এমন পরিস্থিতি আগে দেখেনি শহর কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে কার্যত অচল হয়ে গিয়েছে শহর। মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি চলায় বিপর্যস্ত হয়েছে কলকাতার স্বাভাবিক জীবনযাত্রা। কলকাতা পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ জানিয়েছেন, এই পরিস্থিতি অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে। অর্থাৎ, দ্রুত স্বস্তির আশা নেই শহরবাসীর।
আবহাওয়া দফতর আগেই প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছিল। তবে এমন ভয়াবহ পরিস্থিতি যে তৈরি হবে, তা আঁচ করতে পারেননি কেউই। সোমবার রাতে বৃষ্টি শুরু হলেও মধ্যরাতের পর থেকে এর তীব্রতা বেড়ে যায়। ভোরের পর বৃষ্টির দাপট খানিকটা কমলেও তা পুরোপুরি থামেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে নতুন করে ভারী বর্ষণ হলে শহরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। সেইসঙ্গে গঙ্গায় জোয়ার ও বান আসার সম্ভাবনা রয়েছে। ফলে জল আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতর সতর্ক করেছে, সপ্তাহান্তে পঞ্চমী থেকেই আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে জল না নামতেই নতুন করে বৃষ্টি নামলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।