দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে গণধর্ষণকাণ্ডের জেরে পশ্চিমবঙ্গে পৌঁছল ওড়িশার মহিলা কমিশনের দল। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন শোভনা মোহান্তি। সঙ্গে রয়েছেন আরও কিছু প্রতিনিধি। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গেছেন হাসপাতালে। তবে আপাতত তাঁরা হাসপাতালের বাইরে অপেক্ষায় রয়েছেন। তাঁদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
যতদূর খবর, শোভনা মোহান্তিসহ অন্যান্যরা এ দিন হাসপাতালে পৌঁছালে তাঁদের ব্যারিকেডের বাইরে আটকে দেওয়া হয়। এই সময় নিজের আইকার্ড দেখান শোভনা। তার পরও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তবে তাঁরা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছেন।
নিরাপত্তারক্ষারী জানাচ্ছেন, এখনই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। মেলেনি পারমিশন। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভিতরে থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি।
এ দিন রাজ্যে পৌঁছে মহিলা কমিশনের প্রধান শোভান জানান, তাঁরা নিগৃহীত পড়ুয়ার শারীরিক অবস্থার কথা জানতে এসেছেন। প্রয়োজনে তাঁরা পড়ুয়ার সঙ্গে দেখাও করবেন। যদিও এখনও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।
এই মুহূর্তে ভিতরে রয়েছেন রাজ্যপাল
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী এই সময় তিনি পৌঁছে গিয়েছেন হাসপাতালে। এখন তিন রয়েছেন ভিতরে।
হাসপাতালে তাঁকে দেখতে যাওয়ার আগে এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। সাংবাদিকের সামনে এসে তিনি জানিয়েছেন, তিনি সবার প্রথমে নির্যাতিতার সঙ্গে বলবেন কথা। পাশাপাশি তিনি এই ঘটনার জড়িতদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, সেটাও জানিয়েছেন তিনি।
এছাড়া পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা যে খুবই খারাপ দিকে পৌঁছে গিয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে বলেও জানান তিনি। আর সেটাই তাঁর উদ্বেগের কারণ।
আওয়াজ তুলেছেন শুভেন্দু
এ দিন সকাল থেকেই দুর্গাপুরের ঘটনা নিয়ে আওয়াজ তুলেছেন শুভেন্দু। তিনি এই ঘটনার পিছনে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যাতে বিরোধী দল এবং জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কথা না বলে, সেই জন্যও সরকারের তরফে চাপ দেওয়া হয়েছে বলে জানালেন তিনি।
পাশাপাশি মুখ্যমন্ত্রী রাতে মহিলা পড়ুয়াদের যে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন, সেটা নিয়েও তোপ দাগেন। এটা যে কোনওভাবেই কাজের কথা নয়, সেটাই প্রকাশ করেন তিনি।
তোপ দেগেছে সিপিআইএম
রাজ্য যে অপরাধীদের জন্য মুক্তাঞ্চল, মহিলাদের কোনও নিরাপত্তা নেই, সেটা বলেন সিপিআইএম-এর নেতা সুজন চক্রবর্তী। পাশাপাশি তিনি দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার প্রসঙ্গও তোলেন।