Advertisement

৪৬ হাজার কিউসেক জল ছাড়ল DVC, কোন কোন জেলায় প্লাবনের আশঙ্কা?

একদিনের টানা বৃষ্টিতেই দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়েছে। ফলে হাওড়া ও হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৪৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে DVC সূত্রে জানা গেছে।

Bengal Rainfall UpdatesBengal Rainfall Updates
Aajtak Bangla
  • 08 Jul 2025,
  • अपडेटेड 12:32 PM IST
  • একদিনের টানা বৃষ্টিতেই দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়েছে।
  • ফলে হাওড়া ও হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

একদিনের টানা বৃষ্টিতেই দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়েছে। ফলে হাওড়া ও হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৪৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে DVC সূত্রে জানা গেছে। পাশাপাশি মাইথন ও পাঞ্চেত থেকেও ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের নীচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে প্লাবনের সম্ভাবনা জোরদার হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির দাপটে গোটা দক্ষিণবঙ্গ ভিজছে। দুর্গাপুর ও তার আশপাশে মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যারেজে জলস্তর বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৬ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে DVC।

হাওড়া ও হুগলি জেলায় এর আগেও ডিভিসির জলছাড়ার ফলে বহু এলাকা জলে ডুবে গিয়েছিল। বহু ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছিল। এবারও একই চিত্রের আশঙ্কা করছেন বাসিন্দারা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

DVC-র অতিরিক্ত জলছাড়া এবং টানা বৃষ্টির ফলে সামনের দিনগুলিতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসনও। জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে তড়িঘড়ি উদ্ধার ও ত্রাণ কাজ চালানো যায়।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement