Advertisement

West Bengal Flood Alert: আরও ৪৫ হাজার কিউসেক জল ছেড়ে দিল DVC, কোন ৪ জেলায় বন্যার অ্যালার্ট?

ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে এবারের বর্ষাতেও বিপদে পড়তে চলেছে দামোদর নদের তীরবর্তী এলাকা। সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।

জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে।-ফাইল ছবিজল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 2:54 PM IST
  • ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে এবারের বর্ষাতেও বিপদে পড়তে চলেছে দামোদর নদের তীরবর্তী এলাকা।
  • সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।

ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে এবারের বর্ষাতেও বিপদে পড়তে চলেছে দামোদর নদের তীরবর্তী এলাকা। সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। মোট প্রায় ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৬ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় ৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দামোদরে।

জল ছাড়ার প্রভাব পড়ছে কোন কোন জেলায়?
দামোদরের মাধ্যমে এই জল দুর্গাপুর ব্যারাজ হয়ে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের দিকে বয়ে যাচ্ছে। জানা গেছে, ইতিমধ্যেই হুগলির খানাকুল, আরামবাগ এবং হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর জলমগ্ন হওয়ার মুখে। সূত্রের খবর, এই চার জেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে রাজ্যের সেচ দফতর।

প্রশাসনের প্রস্তুতি ও নির্দেশিকা
সূত্রের খবর, নবান্ন ইতিমধ্যেই দশটি জেলার প্রশাসনকে নজরদারির নির্দেশ দিয়েছেন। বিপদসঙ্কুল এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকার্য শুরু করা। এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিতর্কও শুরু হয়েছে জল ছাড়াকে ঘিরে
রাজ্য সরকারের অভিযোগ, ডিভিসি আগাম আলোচনা ছাড়াই জল ছেড়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি-র জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং একে 'ম্যান-মেড বন্যা'বলে আখ্যা দিয়েছিলেন। 

তবে ডিভিসি জানিয়েছে, জল ছাড়ার জন্য একটি কমিটি নির্দেশ দেয়। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার, ডিভিসি এবং কেন্দ্রীয় ওয়াটার কমিশনের প্রতিনিধিরা থাকেন। তাঁরা শুধু নির্দেশ অনুযায়ী জল ছাড়ে। 

দুর্গাপুর ব্যারাজে জলের চাপ বাড়লে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই দামোদরের তীরবর্তী চার জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement