Advertisement

Earthquake In Bengal: ভূমিকম্পে কাঁপল কলকাতাও, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কম্পন?

কুয়াশাময় শীতের সকালে সবে ঘুম ভেঙেছে বঙ্গবাসীর। কেউ কেউ তখনও ঘুমিয়ে। মঙ্গলবার সকালে ঠিক এমন আবহেই ভূমিকম্প। নেপালে তীব্র ভূমিকম্পের কারণে কাঁপল পশ্চিমবঙ্গও। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্য জেলাগুলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে। 

কলকাতায় ভূমিকম্প।কলকাতায় ভূমিকম্প।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2025,
  • अपडेटेड 8:50 AM IST
  • নেপালে তীব্র ভূমিকম্পের কারণে কাঁপল পশ্চিমবঙ্গও।
  • মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।
  • রাজ্যের অন্য জেলাগুলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে।

কুয়াশাময় শীতের সকালে সবে ঘুম ভেঙেছে বঙ্গবাসীর। কেউ কেউ তখনও ঘুমিয়ে। মঙ্গলবার সকালে ঠিক এমন আবহেই ভূমিকম্প। নেপালে তীব্র ভূমিকম্পের কারণে কাঁপল পশ্চিমবঙ্গও। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্য জেলাগুলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে। 

বাংলার কোথায় কোথায় কম্পন?

কলকাতায় সাতসকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও টের পাওয়া গিয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। মালদা-সহ বিভিন্ন জেলায় কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর। 

ভূমিকম্পের উৎসস্থল নেপাল 

নেপালের উত্তর-পূর্বে লবুচে এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ৭.১। নেপালে সকাল ৬টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে। নেপাল ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। নেপালে অতীতের সেই সব ভয়ঙ্কর স্মৃতি ফিরল মঙ্গলবার সকালে। ভূমিকম্পের আতঙ্কে নেপালে ঘর ছেড়ে রাস্তায় বহু মানুষ। এখনও হতাহতের কোনও খবর নেই। 

কাঁপল দিল্লি-বিহারও

মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। দিল্লি-এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement