Advertisement

Haldia IOC Fire: হলদিয়া IOC-তে বিধ্বংসী আগুন, ৩ জনের মৃত্যু, আহত অনেকে

হলদিয়ার আইওসি-তে বিধ্বংসী আগুন। এই অগ্নিকাণ্ডে ৩০ জনেরও বেশি অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। এদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

হলদিয়া IOC-তে বিধ্বংসী আগুনহলদিয়া IOC-তে বিধ্বংসী আগুন
তাপস ঘোষ
  • হলদিয়া,
  • 21 Dec 2021,
  • अपडेटेड 6:55 PM IST
  • হলদিয়ার আইওসি-তে বিধ্বংসী আগুন
  • এই অগ্নিকাণ্ডে ৩০ জনেরও বেশি অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর
  • এদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক

হলদিয়ার আইওসি-তে বিধ্বংসী আগুন। এই অগ্নিকাণ্ডে ৩০ জনেরও বেশি অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। এদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

 

জানা যাচ্ছে  মঙ্গলবার সাটডাউনের কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটে হলদিয়ার আইওসি-তে। আইওসি রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটের একটি কলামে ওয়েল্ডিং করার সময় অগ্নিকাণ্ড ঘটে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন

দুর্ঘটনায় ৩০জনের বেশি শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন অনেকেই। এঁদের মধ্যে ৭-৮জনের অবস্থা  অশঙ্কা জনক। ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। জখমদের আইওসি ও বন্দরেরর সিপিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি বলে দাবি করেছেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (পূর্ত) শেখ আজগর আলি। আহতরা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা নন বলেই দাবি তাঁর। আইওসির বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তোলা হয়েছে। 

হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডোর করে আনা হচ্ছে কলকাতায়। সবাইকে ,ভর্তি করা হবে কলকাতার একাধিক বেসরকারি ,হাসপাতালে, জানালেন জেলাশাসক।

 

Read more!
Advertisement
Advertisement