Advertisement

West Bengal News: বাংলায় SIR প্রক্রিয়া শুরু, BLO, ERO দের নিয়োগের ডেডলাইন দিয়ে দিল কমিশন

পশ্চিমবঙ্গে SIR এর প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India, ECI)। রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্তকে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন।

বাংলায় SIR হচ্ছেই? আধিকারিক নিয়োগেরও নির্দেশ দিয়ে দিল কমিশন।বাংলায় SIR হচ্ছেই? আধিকারিক নিয়োগেরও নির্দেশ দিয়ে দিল কমিশন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • পশ্চিমবঙ্গে SIR এর প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
  • রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্তকে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন।

পশ্চিমবঙ্গে SIR এর প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India, ECI)। রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্তকে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন। তাতে বলা হয়েছে, অবিলম্বে ERO ও AERO পদে নিয়োগ করতে হবে। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের (BLO) শূন্যপদও দ্রুত পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলায় জেলায় কড়া নির্দেশ
রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক (DM) এবং জেলা নির্বাচন আধিকারিকদের (DEO)ও এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে।

ইতিমধ্যেই রাজ্যে BLO নিয়োগের কাজ শুরু হয়েছে। তা শুক্রবারের মধ্যেই শেষ করার লক্ষ্য স্থির করেছে কমিশন।

বাড়ছে বুথের সংখ্যা
আগামী ২০২৬ এর নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে রাজ্যে প্রায় ৮০,০০০ বুথ রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বুথের সংখ্যা ৯৫,০০০ এরও বেশি করা হবে।

নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সূত্রে খবর, এই নির্দেশগুলি মূলত SIR শুরুর প্রস্তুতি হিসেবেই দেওয়া হয়েছে। ফাইনাল অর্ডার আসলেই SIR এর মূল কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ, আপাতত পুরোদমে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 

কাদের নিয়োগ করা হবে?
জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ERO পদে মিনিমাম ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার নিয়োগ করতে হবে। সাধারণত এসডিও (SDO) পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়। তবে ওই পর্যায়ের কোনও অফিসার না থাকলে, সেক্ষেত্রে সিনিয়র WBCS অফিসারদেরও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

বর্তমানে রাজ্যে ৬১০টি AERO পদ খালি রয়েছে। কমিশনের নির্দেশ, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

বুথের সংখ্যাও বাড়ছে। ফলে BLO নিয়োগ শেষ হলেই অতিরিক্ত BLO সুপারভাইজার এবং রিজার্ভ BLO দেরও নিয়োগ করতে হবে।

বিহারে SIR কতদূর?
বিহারে আপাতত দ্বিতীয় ফেজের SIR চলছে। এখনও ৪ দিন সেটা চলবে।

SIR শুরুর পর থেকে বিহারে নতুন প্রাপ্তবয়স্ক ভোটারের সংখ্যাও বেড়েছে। ১ অগাস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় ৮,৫১,৭৮৮ জন নতুন ভোটার আবেদন করেছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement