Advertisement

BLO Enhanced Honorarium: 'শীঘ্রই BLO-দের বর্ধিত ভাতা মিটিয়ে দিন', পশ্চিমবঙ্গ সরকারকে বলল নির্বাচন কমিশন

BLO-দের ভাতা নিয়ে নির্বাচন কমিশনকে একাধিকবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং কর্মীদের লাগাতার দাবির মুখে নির্বাচন কমিশন বিএলও কর্মীদের পারিশ্রমিক বা ভাতা একলাফে অনেকটা বাড়ানো হয়।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 7:26 PM IST

BLO-দের ভাতা নিয়ে নির্বাচন কমিশনকে একাধিকবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং কর্মীদের লাগাতার দাবির মুখে নির্বাচন কমিশন বিএলও কর্মীদের পারিশ্রমিক বা ভাতা একলাফে অনেকটা বাড়ানো হয়। এর উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত অবিলম্বে প্রতিটি বিএলও-কে ইসিআইয়ের দ্বারা অনুমোদিত বর্ধিত ভাতা মিটিয়ে দেওয়া।

BLO-দের বর্ধিত ভাডতা কবে মিলবে? এই বর্ধিত ১৮,০০০ টাকা কবে নাগাদ হাতে পাবেন কর্মীরা? এই নিয়ে জল্পনা চলছে। কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী, এই টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হয় না। পুরো অর্থবর্ষের শেষে, অর্থাৎ আগামী বছরের মার্চ মাস নাগাদ এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন জমা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই টাকা তারাই পাবেন যে বিএলও এসআইআর (SIR) প্রক্রিয়া বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সফলভাবে সম্পন্ন করবে।

এছাড়াও, তৃণমূলের প্রতিনিধিদলকে কমিশন আরও জানিয়েছে, ভোটারদের সুবিধার্থে বহুতলগুলিতে, গেটেড কমিউনিটি এবং বস্তিতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

এও সতর্ক করা হয়, তৃণমূল কংগ্রেসের উচিত নিশ্চিত করা যে তাদের তৃণমূল স্তরের রাজনৈতিক প্রতিনিধিরা নির্বাচনী কর্তব্যরত কোনও কর্মীকে হুমকি দেবে না।

TAGS:
Read more!
Advertisement
Advertisement