Advertisement

বাংলায় SIR নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন, রাজ্যে নিয়োগ আরও ১২ জন রোল অবর্জাভার

রাজ্যে আরও ১২ জন রোল অবর্জাভার নিয়োগ করার কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। জোর কদমে SIR-এর শুনানির কাজের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন।

রাজ্যে নিয়োগ আরও ১২ জন রোল অবর্জাভারেররাজ্যে নিয়োগ আরও ১২ জন রোল অবর্জাভারের
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 4:40 PM IST
  • রাজ্যে আরও ১২ জন রোল অবর্জাভার নিয়োগ করার কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন।
  • জোর কদমে SIR-এর শুনানির কাজের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন।
  • রাজ্যে মোট রোল অবর্জাভারের সংখ্যা বেড়ে হল ৩৮।

রাজ্যে আরও ১২ জন রোল অবর্জাভার নিয়োগ করার কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। জোর কদমে SIR-এর শুনানির কাজের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন। বাংলায় SIR-এর কাজ যাতে সুষ্ঠভাবে পরিচালনা করা হয়, সেদিকে নজর রেখেই এই রোল অবর্জাভারদের নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এরফলে রাজ্যে মোট রোল অবর্জাভারের সংখ্যা বেড়ে হল ৩৮।

যে নতুন ১২ জন রোল অবর্জাভার নিয়োগ করা হল, তাঁরা কারা?

  • মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি IAS প্রসন
  • জয়েন্ট সেক্রেটারি IAS গয়া প্রসাদ
  • পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি পি বালা কিরণ
  • ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি রবি শঙ্কর
  • ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সেক্রেটারি রাঘব ল্যাঙ্গার
  • বিদ্যুৎ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শশাঙ্ক মিশ্র
  • পোর্ট এবং শিপিং বিভাগের সেক্রেটারি IAS ভেঙ্কটেশপতি
  • হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ভি কিরণ গোপাল,
  • হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি হর্ষ মঙ্গলা
  • ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের CEO নন্দ কুমারম
  • ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি দেবেশ দেভাল
  • বাণিজ্য বিভাগের গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসের অ্যাডিশনাল CEO নিশিতা উপাধ্যায়

উল্লেখ্য, রাজ্যে SIR-এর শুনানির কাজ চলছে জোর কদমে। কিন্তু এই শুনানিকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। শুনানিতে ডাক পাওয়া মানুষকে রীতিমতো হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বহু বয়স্ক মানুষ হাজিরা দিতে এসে নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন। এমনকী অনেকের আবার মৃত্যু হয়েছে। 

এদিকে সোমবার ১৯ জানুয়ারি এই  SIR-নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাক পাওয়াদের তালিকা প্রকাশ করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্মতারিখের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে, বিএলএ-২ দের শুনানি কেন্দ্রে প্রবেশাধিকার দিতে হবে, শুনানিতে যে নথি জমা দেবেন ডাক পাওয়া ভোটাররা সেই গচ্ছিত নথির সাপেক্ষে রসিদও দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

- সুজয় ঘোষ

 

Read more!
Advertisement
Advertisement