Advertisement

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতির কালো টাকা কীভাবে সাদা করতেন পার্থ? জানালেন জামাই কল্যাণময়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টের। সম্প্রতি এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলায় ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করা হত পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে।

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 5:12 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টের। সম্প্রতি এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলায় ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করা হত পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে। 

এই পুরো বিষয়টি ইডির সামনে এসেছে এই ট্রাস্টের অন্যতম কর্তা তথা পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করে। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে থাকেন। এই মামলায় আগে তাঁকে একবার সমন করেছিল ইডি। সেবার কল্যাণময়ের বয়ান রেকর্ড করা হয়েছিল। 

পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের সেই বয়ানকে হাতিয়ার করেই একথা জানিয়েছে ইডি। এই মামলায় এবার কল্যাণময়কেও অভিযুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, গোটা বিষয়টি অর্থাৎ কালো টাকাকে এই মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে যে সাদা করা হত সেটা জানতেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আর ট্রাস্টেক অন্যতম কর্তা হিসাবে তিনি এর দায় এড়াতে পারেন না। তাঁকে ভারতে এসে হাজিরা দিতে বলা হয়েছে। 

ই-মেল মারফত তাঁকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে দাবি করেছে ইডি। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এই মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পদে ছিলেন। যদিও তাঁর নাম সরাসরি এই মামলায় জড়ায়নি ইডি। তবে ইডি সূত্রে খবর, নগদে প্রথমে টাকা দেওয়া হত। তারপর সেই ব্যক্তিকে ডোনেশন হিসাবে চেক বা ডিমান্ড ড্রাফ্ট বা অন্য কোনও মাধ্যমে জমা দিতে বলা হত। এইভাবে প্রচুর টাকা জমা পড়ত পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টে। সোজা কথায় ঘুরপথে এভাবেই কালো টাকা সাদা করা হত।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement