Advertisement

Midnapore Medical: প্রসূতি-মৃত্যুতে তদন্ত কমিটি স্বাস্থ্য দফতরের, মেদিনীপুর মেডিক্যালে যাচ্ছে ১০ জনের টিম

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের স্বাস্থ্য দফতর ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার এই কমিটি মেদিনীপুরে যাবে বলে জানা গিয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ।মেদিনীপুর মেডিক্যাল কলেজ।
Aajtak Bangla
  • মেদিনীপুর,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 11:10 AM IST

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের স্বাস্থ্য দফতর ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার এই কমিটি মেদিনীপুর যাচ্ছে বলে জানা গিয়েছে।

ই ঘটনায় এক মহিলা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও অন্তত দু'জন রোগীর অবস্থা সংকটজনক। মৃতার আত্মীয়রা শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, চিকিৎসার ত্রুটি অথবা মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের ফলেই মহিলার মৃত্যু হয়েছে।

মৃতার নাম মামনি রুই দাস (২১)। বুধবার তিনি এক সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) স্থানান্তর করা হয়। শুক্রবার তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, বাকি যে ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক, তাঁদেরও ICU-তে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপ নিয়েছে। হাসপাতালের কর্মপদ্ধতি এবং স্যালাইন ব্যবহারের বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার বেশ ঝুঁকিপূর্ণ। জীবাণুর প্রভাবে সেপসিস হতে পারে। বিষক্রিয়া হয়ে কিডনি, হৃদপিণ্ড ও লিভারের ক্ষতিও সম্ভব। এছাড়া রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে কিছুক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনাও থাকে। 

Read more!
Advertisement
Advertisement