Advertisement

Saline Controversy: 'বিপদ' দেখছেন খোদ অধ্যক্ষই, মেদিনীপুরের সেই ব্র্যান্ডের স্যালাইন রায়গঞ্জের হাসপাতালেও

মেদিনীপুর মেডিক্যালে যে সংস্থার মেয়াদোত্তীর্ণ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, সেটাই দেওয়া হচ্ছে রায়গঞ্জ মেডিক্যালে। এমনই দাবি হাসপাতালের রোগী-পরিজনদের। বিষয়টি স্বীকার করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়।

রোগীর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায়রোগীর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায়
প্রীতম ব্যানার্জী
  • রায়গঞ্জ,
  • 13 Jan 2025,
  • अपडेटेड 11:49 AM IST
  • বিষয়টি স্বীকার করেছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়।
  • সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের প্রভাবে এক মহিলা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
  • বিষক্রিয়ার ফলে কিডনি, হৃদপিণ্ড ও লিভারের ক্ষতিও সম্ভব।

মেদিনীপুর মেডিক্যালে যে সংস্থার মেয়াদোত্তীর্ণ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, সেটাই দেওয়া হচ্ছে রায়গঞ্জ মেডিক্যালে। এমনই দাবি হাসপাতালের রোগী-পরিজনদের। বিষয়টি স্বীকার করেছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তাঁর পরিবারের কেউ যদি বর্তমানে ভর্তি হন, তাহলে সেই সংস্থার স্যালাইনের পরিবর্তে বাইরে থেকে কিনে নিয়ে এসে দেবেন।এই বিষয়ে তাঁরা নিরুপায় বলে জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। স্বাভাবিকভাবেই রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এই একই সংস্থার স্যালাইন ব্যবহারের ফলে তাঁদের প্রিয়জনের যেন কোনও ক্ষতি না হয়, সেই প্রার্থনাই করছেন তাঁরা।

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের প্রভাবে এক মহিলা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও ৩ রোগীর অবস্থা সংকটজনক। শনিবার তাঁদের গ্রিন করিডোর করে কলকাতা আনা হয়

গত সপ্তাহে, বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক সন্তানের জন্ম দেন মামনি রুই দাস (২১)। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) স্থানান্তর করা হয়। শুক্রবার তাঁর মৃত্যু হয়। এরপর শুক্রবার মৃতার আত্মীয়রা শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, চিকিৎসার ত্রুটি অথবা মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের ফলেই মহিলার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপ নেয়। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর ১০ সদস্যের একটি তদন্ত কমিটি মেদিনীপুর যায়। তবে এমনই প্রেক্ষাপটে এখনও সেই সংস্থার স্যালাইন ব্যবহার হওয়ায় দুশ্চিন্তায় রায়গঞ্জ মেডিক্যালের রোগী ও পরিজনরা।

মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের ঝুঁকি

মেয়াদোত্তীর্ণ স্যালাইনে জীবাণুর প্রভাব পড়তে পারে। এর থেকে রোগীর সেপসিস হতে পারে। বিষক্রিয়ার ফলে কিডনি, হৃদপিণ্ড ও লিভারের ক্ষতিও সম্ভব। উল্লেখ্য, মেদিনীপুরের প্রসূতির ক্ষেত্রে রক্ত প্রস্রাব শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হৃদপিণ্ডে প্রভাবের ফলে, এহেন স্যালাইন থেকে রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। কিছুক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনাও থাকে। 

সংবাদদাতা- তন্ময় চক্রবর্তী

Read more!
Advertisement
Advertisement