Advertisement

Train Cancelled: বেশ কয়েকদিন সাঁতরাগাছি, শালিমার রুটে বহু ট্রেন বাতিল, তালিকা রইল

আবার ট্রেন বাতিল করা হল। রেলের কাজের জন্য ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি রুটে। ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আজ থেকেই বাতিল করা হচ্ছে। যার জেরে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। 

বাতিল ট্রেন। প্রতীকী চিত্র।বাতিল ট্রেন। প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • হাওড়া,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 10:39 AM IST
  • আবার ট্রেন বাতিল করা হল।
  • রেলের কাজের জন্য ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। 

আবার ট্রেন বাতিল করা হল। রেলের কাজের জন্য ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি রুটে। ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আজ থেকেই বাতিল করা হচ্ছে। যার জেরে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। 

কোন কোন এক্সপ্রেস বাতিল?

সোমবার দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। কবে কোন ট্রেন বাতিল, জেনে নিন...

* ২১ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 22807 Santragachi-MGR Chennai Express। 

* ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 22808 MGR Chennai-Santragachi Express। 

* ১৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 22853 Shalimar-Visakhapatnam Express। 

* ১৯ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 22854 Visakhapatnam-Shalimar Express। 

* ২১ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 18009 Santragachi-Ajmer Express। 

* ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে 18010 Ajmer-Santragchi Express। 

উল্লেখ্য, রেলের কাজের জন্য প্রায়শই ট্রেন বাতিল থাকছে বিভিন্ন শাখায়। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখাতেও ট্রেন বাতিল করা হয়েছিল। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়ছেন যাত্রীরা। 

Read more!
Advertisement
Advertisement