Advertisement

'পার্কিং নয় শিল্প চাই', পানাগড়ে কাজ থামিয়ে দিলেন কৃষকরা

পূর্বতন বাম সরকারের আমলে পানাগড় শিল্পতালুকের জন্য জমি অধিগ্রহণ করা হয়। গত ১০ বছরে পানাগড় শিল্পতালুকে একাধিক কারখানা হলেও তারমধ্যে অধিকাংশই বন্ধ। বৃহস্পতিবার পানাগড় শিল্পতালুকের কোটা গ্রামের মোড়ে একটি পার্কিং তৈরি করার উদ্যোগ নেয় ডব্লুআইডিসি (WIDC)। খবর পেয়ে ওই জায়গায় গিয়ে কাজ বন্ধ করে দেন এলাকার কৃষক ও জমিদাতারা। 

পানাগড় শিল্পতালুকপানাগড় শিল্পতালুক
অনিল গিরি
  • পানাগড়,
  • 06 May 2021,
  • अपडेटेड 5:10 PM IST
  • জমি অধিগ্রহণের পরেও শিল্প হয়নি
  • কারখানার পরিবর্তে তৈরি হচ্ছে পার্কিং
  • পার্কিং নির্মাণের কাজ বন্ধ করে দিলেন কৃষকরা

পানাগড় শিল্পতালুকে (Panagarh Industrial Park) নির্মীয়মান পার্কিং-এর কাজ বন্ধ করে দিলেন স্থানীয় কৃষকরা। অভিযোগ জমি অধিগ্রহণের সময় যে চুক্তি হয়েছিল সেইমতো কাজ হয়নি। এমনকী জমি দাতাদের যে প্যাকেজ দেওয়ার কথা বলা হয়েছিল তাও দেওয়া হয়নি বলে অভিযোগ। কৃষক ও জমিদাতাদের দাবি, পার্কিং নয়, ওই জায়গায় করতে হবে কারখানা, যাতে এলাকার লোকজন কাজ পান। 

জানা গিয়েছে পূর্বতন বাম সরকারের আমলে পানাগড় শিল্পতালুকের জন্য জমি অধিগ্রহণ করা হয়। গত ১০ বছরে পানাগড় শিল্পতালুকে একাধিক কারখানা হলেও তারমধ্যে অধিকাংশই বন্ধ। বৃহস্পতিবার পানাগড় শিল্পতালুকের কোটা গ্রামের মোড়ে একটি পার্কিং তৈরি করার উদ্যোগ নেয় ডব্লুআইডিসি (WIDC)। খবর পেয়ে ওই জায়গায় গিয়ে কাজ বন্ধ করে দেন এলাকার কৃষক ও জমিদাতারা। 

কৃষক ও জমিদাতারা মনে করছেন, ওই জায়গায় পার্কিং হলে প্রচুর সমস্যা হবে। তাছাড়া এর ফলে পরিবেশেরও ক্ষতি হবে বলে আশঙ্কা তাঁদের। পরিবর্তে তাঁদের দাবি, ওই জায়গায়, কলেজ, হাসপাতাল, বিস্কুট ফ্যাক্টরি বা অন্য কোনও শিল্প হোক। যাতে এলাকার মানুষজন কাজ পান। কিন্তু পার্কিং করা চলবে না। 

আরও পড়ুন

এদিকে এই পার্কিং তৈরির বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছেও কোনও খবর নেই বলে জানা যাচেছ। এই প্রসঙ্গ, কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন,'পার্কিং-এর কাজ হচ্ছে বলে খবর পেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ পঞ্চায়েতের কাছে কাজ শুরু করার জন্য কোনও রকম অনুমতি নেয়নি। ফলে ওখানে কী কাজ হচ্ছে তা জানা নেই।'


 

Read more!
Advertisement
Advertisement