Advertisement

Murshidabad Violence: সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুন, থামছে না হিংসা, বন্ধ ইন্টারনেট

মুর্শিদাবাদে বিক্ষোভকারীদের হামলায় মৃত্যু বাবা-ছেলের। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ওয়াকফ(সংশোধনী) আইন বিরোধী হিংসায় তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদে মৃত্যু বাবা-ছেলের।মুর্শিদাবাদে মৃত্যু বাবা-ছেলের।
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 6:08 PM IST

মুর্শিদাবাদে বিক্ষোভকারীদের হামলায় মৃত্যু বাবা-ছেলের। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ওয়াকফ(সংশোধনী) আইন বিরোধী হিংসায় তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সামশেরগঞ্জ এলাকার জাফরাবাদ এলাকায় এদিন একটি গ্রামে হামলা চালানো হয়। সেই সময় বাবা-ছেলের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীরা কুপিয়ে হত্যা করে বাবা-ছেলেকে। 

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জের অশান্তির একাধিক ভিডিও ভাইরাল। শুক্রবার ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ পরিণত হয় হিংসা, ভাঙচুরে। কোথাও বিডিও অফিস ভাঙচুর করা হয়, কোথাও জাতীয় সড়কে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। ভিডিও, ছবি দেখে এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন(লিঙ্কে টাচ করুন): 'ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে ডাকছিলাম...., আতঙ্কের কাহিনি শোনাল সামশেরগঞ্জের হিন্দু পরিবার

শনিবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশের ডিজি রাজীব কুমার। ভাঙচুর, হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। সাধারণ মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিলেন ডিজি। তিনি বলেন, 'পুলিশ সবসময়ে নিজেদের সংযমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু তাই বলে গুন্ডামি বরদাস্ত করা হবে না। কড়া হাতে দমন করতে হবে।' সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, 'যদি প্রাণ দিতে হয় আমরা আগে দেব। কিন্তু সাধারণ মানুষের আবেগের সঙ্গে যেন খেলা না করা হয়।।'

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতা কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতি থানার সাজু মোড় এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, সুতি ও সামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গোলমাল চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ভাঙচুর চালানোয় অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement