গুলি চলল মুর্শিদাবাদে। বুধবার সকালে সুতি এলাকায় একটি সিমেন্টের দোকানে গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে সুতির কাশিমনগর এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, দোকানে এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগে বিশু নামে এক বিক্রেতার।
রক্তাক্ত অবস্থায় বিশুকে সুতির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, গুলি চালানোর পরই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
কী কারণে গুলি চলল? কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার বা চিহ্নিত করা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগে মালদাতেও গুলি চলেছিল বলে অভিযোগ ওঠে। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার রতুয়া। দফায় দফায় সংঘর্ষ শুরু হয় স্থানীয় ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুরে৷ সংঘর্ষে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগও ওঠে৷ এই ঘটনায় ৬ জন জখম হয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে ৪ জনকে রতুয়া গ্রামীণ হাসপাতালে এবং বাকি ২ জনকে মালদা মেডিকেলে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ রতুয়া থানার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভাদো রামপুর গ্রামে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলের জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলি এবং বোমা চালানোর কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে মোট ২১ জনের নামে অভিযোগ জানানো হয়। দুই পক্ষের দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছিল। গত পঞ্চায়েত নির্বাচনে রামপুরে জয়ী হয় কংগ্রেস৷ সেই সময় কংগ্রেসের বিজয় মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷