Advertisement

Lok Sabha Election Schedule North Bengal: লোকসভার প্রথম ৩ দফাতেই ভোট গ্রহণ উত্তরবঙ্গে, কবে কোথায়, রইল তালিকা

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দেশের মোট সাত দফার (general election 2024 schedule 7 phase) প্রতিটিতেই কোনও না কোনও আসনে ভোট রয়েছে। তৃণমূলের তরফে বারবার বহুদফায় ভোটের বিরোধিতা করা হয়েছিল, যদিও এই ভোটের নির্ঘণ্টকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সূচিকে ভাল সূচি বলে জানিয়ে দিয়েছেন।

লোকসভার প্রথম ৩ দফাতেই ভোট গ্রহণ উত্তরবঙ্গে, কবে কোথায়, রইল তালিকা
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 16 Mar 2024,
  • अपडेटेड 5:17 PM IST

Lok Sabha Election Schedule North Bengal 8 Seat: প্রতীক্ষার অবসান ঘটিয়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট (Lok Sabha Election 2024 schedule) প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন, ২০১৯ সালের মতোই এবারও লোকসভার ভোট হতে চলেছে সাত দফায় (Lok Sabha Election 2024 dates)। এর সঙ্গে বাংলায় দুটি আসনে উপনির্বাচনও বাকি রয়েছে সেটিও হবে। ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন হবে।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দেশের মোট সাত দফার (general election 2024 schedule 7 phase) প্রতিটিতেই কোনও না কোনও আসনে ভোট রয়েছে। তৃণমূলের তরফে বারবার বহুদফায় ভোটের বিরোধিতা করা হয়েছিল, যদিও এই ভোটের নির্ঘণ্টকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সূচিকে ভাল সূচি বলে জানিয়ে দিয়েছেন।

ভোটের সূচি অনুযায়ী এ রাজ্যে উত্তর থেকে দক্ষিণে ভোটগ্রহণের প্রক্রিয়ার তারিখকে সাজানো হয়েছে। উত্তর থেকে শুরু করে ধীরে ধীরে দক্ষিণের দিকের কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ রাখা হয়েছে। প্রথম তিন দফাতেই উত্তরবঙ্গের ৮ টি লোকসভা কেন্দ্রকে সাজানো হয়েছে। প্রথম দফায় তিনটি কেন্দ্রে, দ্বিতীয় দফায় তিনটি কেন্দ্রে এবং তৃতীয় দফায় ২ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, শুক্রবার। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা ৪ জুন। 

উত্তরবঙ্গে কবে কোথায় ভোট

১৯ এপ্রিল- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।

২৬ এপ্রিল- দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। 

৭ মে- মালদা উত্তর, মালদহ দক্ষিণ।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement