Advertisement

Murshidabad: মুর্শিদাবাদে 'অবৈধ খেলা' খেলছিল, ৫ জনকে ধরল পুলিশ 

SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিএলওরা জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন। সঙ্গে থাকছেন বিএলএ ২-রা। এদিকে এই আবহে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার বেশকিছু অনুপ্রবেশকারী। আর এসআইআর নিয়ে এইসব কাণ্ড যখন ঘটছে, ঠিক সেই সময়েই বড় খবর সামনে এল। যে ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে। 

মুর্শিদাবাদে গ্রেফতার ৫।-ফাইল ছবিমুর্শিদাবাদে গ্রেফতার ৫।-ফাইল ছবি
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা ,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 6:48 PM IST
  • SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
  • বিএলওরা জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন।

SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিএলওরা জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন। সঙ্গে থাকছেন বিএলএ ২-রা। এদিকে এই আবহে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার বেশকিছু অনুপ্রবেশকারী। আর এসআইআর নিয়ে এইসব কাণ্ড যখন ঘটছে, ঠিক সেই সময়েই বড় খবর সামনে এল। যে ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে। 

ধৃতরা হল মানসারুল ওরফে পিন্টু, বাড়ি ইসবপুর, রুহুল শেখ, বাড়ি ধানঘোড়া, রবিউল শেখ, বাড়ি নতুন শিবনগর, এন্তাজুল মোমিন, বাড়ি ইসবপুর এবং তাসিকুল শেখ, বাড়ি ইসবপুর। কী ভাবছেন, এরাও এসআইআর আবহে পালাচ্ছিল? না, এদের গ্রেফতার করা হয়েছে অন্য কারণে। আর সেই কারণটাই এবার আপনাদের বলব। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের শিবপুর আমবাগান এলাকায় অবৈধ খেলায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজন গ্রেফতার করল পুলিশ। এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১৭৫০ টাকা নগদও উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর আমবাগান এলাকায় হানা দেয় সামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল। সেখানে কয়েকজনকে অবৈধ খেলা খেলতে দেখে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মানসারুল ওরফে পিন্টু, বাড়ি ইসবপুর, রুহুল শেখ, বাড়ি ধানঘোড়া, রবিউল শেখ, বাড়ি নতুন শিবনগর, এন্তাজুল মোমিন, বাড়ি ইসবপুর এবং তাসিকুল শেখ, বাড়ি ইসবপুর। অভিযানে উদ্ধার হওয়া নগদ টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। 

সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এলাকার বিভিন্ন প্রান্তে ছোট থেকে বড়, সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। সমাজে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকছেন পুলিশ কর্মীরা। আর সেই ধারাবাহিকতায় এবার ওই ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। অবৈধ কাজকর্ম রুখতে এলাকায় আরও কয়েকটি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

রিপোর্টার- সব্যসাচী ব্যানার্জি

 

Read more!
Advertisement
Advertisement