আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য নিউটানে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিকদের জন্য নিউটাউনে বহুতল বিশিষ্ট আবাসন 'নিজন্ন'-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত একর জমিতে বিস্তৃত এই আবাসন। এখানে রয়েছে ৩০০ স্কোয়ার ফিটের ৪৯০টি ওয়ান বিএইচকে ফ্ল্যাট।
স্বল্পবিত্ত নাগরিকদের জন্য নিউটাউনে বহুতল আবাসন 'সুজন্ন'-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এটিও ৭ একর জমির ওপর বিস্তৃত। ৬২০ স্কোয়ার ফিটের ৭২০টি টু বিএইচকে ফ্ল্যাট থাকবে। সঙ্গে আটতলা অত্যাধুনিক পার্কিং কমপ্লেক্স 'সুসম্পন্ন'-র উদ্বোধন করেন। এখানে ১,৫১২টি গাড়ি পার্কিং করা যাবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "নিউটাউনে যারা গরিব মানুষ তাদের জন্য দু'টো বড় বহুতল আবাসন প্রকল্প তৈরি হয়েছে। যারা কম ইনকাম গ্রুপ আছেন তাদের জন্যও ফ্ল্যট হয়েছে। EWS এবং LIG গ্রুপের জন্য এই আবাসনগুলি তৈরি। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এখানে ১, ২১০টি ফ্ল্যাট রয়েছে। অনেক মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিতে পারবে। ১৫ তলার বিল্ডিং এটি। নিম্ন আয়ের গোষ্ঠীদের জন্য ১৬ তলার ফ্ল্যাট তৈরি হয়েছে। যাতে ৭২০টি ফ্ল্যাট রয়েছে।
কীকরে পাওয়া যাবে এই ফ্ল্যাটগুলি?
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "জমি সরকার দিয়েছে। জমির দাম নেওয়া হয়নি। ভর্তুকি দিয়ে বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলি পাওয়া যাবে। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে দেওয়া হবে ফ্ল্যাটগুলি। জমিগুলি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আমি চাই প্রতিটি মানুষের নিজস্ব আশ্রয় থাকুক।" ফ্ল্যাটগুলি সব তৈরি হয়ে গেছে। সেগুলি বিতরণও শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।