Advertisement

Road Accident: মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ২ বছরের এক শিশু। মৃতরা সকলেই বাইকে ছিলেন। এই ঘটনার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। ভাঙচুর করা হয় ট্রাকটিকে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 9:22 AM IST
  • পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে।
  • বাইকে ধাক্কা মারে একটি ট্রাক।
  • দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের।

পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ২ বছরের এক শিশু। মৃতরা সকলেই বাইকে ছিলেন। এই ঘটনার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। ভাঙচুর করা হয় ট্রাকটিকে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়। ডাক বাংলো মোড় থেকে ফরাক্কার দিকে বাইকে করে যাচ্ছিলেন ৪ জন। সেই সময়ই পিছন থেকে বাইকে ধাক্কা মারে ট্রাকটি। জোরে ধাক্কা মেরে বাইক আরোহীদের পিষে দেয় ট্রাকটি। 

দুর্ঘটনায় আহত বাইক আরোহীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকলকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতরা হলেন এজাজ শেখ, তৌহিক শেখ, জহুল শেখ। মৃত্যু হয়েছে ২ বছরের এক শিশুরও। মৃতরা ফরাক্কা থানার অন্তর্গত মহাদেবনগরের বাসিন্দা। 

দুর্ঘটনার প্রতিবাদে ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ট্রাকটিকে ভাঙচুর চালানো হয়। অন্য কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ট্রাক চালককে পরে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 
 

Read more!
Advertisement
Advertisement