Advertisement

Gangasagar Mela Speciel Train: ট্রেনে উঠে সোজা গঙ্গাসাগর, রোজ ১৮টি গ্যালোপিং লোকাল, টাইম টেবিল রইল

গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে। মেলা চলাকালীন সাত দিন ধরে প্রতিদিন মোট ১৮টি করে গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিশেষ পরিষেবা চলবে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদায় ১২৬টি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলগঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদায় ১২৬টি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে।
  • মেলা চলাকালীন সাত দিন ধরে প্রতিদিন মোট ১৮টি করে গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চালানো হবে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে। মেলা চলাকালীন সাত দিন ধরে প্রতিদিন মোট ১৮টি করে গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিশেষ পরিষেবা চলবে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখা, কলকাতা স্টেশন, নামখানা ও কাকদ্বীপ, এই চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদা দক্ষিণ থেকে ছাড়বে ৬টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৯টি এবং কাকদ্বীপ থেকে ১টি মেলা স্পেশাল ট্রেন।

শিয়ালদা দক্ষিণ থেকে নামখানাগামী মেলা স্পেশাল ট্রেনগুলি ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিট, ১০টা ৪৫ মিনিট (যার মধ্যে একটি কাকদ্বীপ পর্যন্ত সম্প্রসারিত), রাত ১২টা ১ মিনিট, রাত ১টা ২৩ মিনিট, রাত ২টা ৫৫ মিনিট এবং দুপুর ২টা ৪০ মিনিটে। কলকাতা স্টেশন থেকে নামখানার উদ্দেশে দুটি স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩৫ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে।

নামখানা থেকে শিয়ালদা দক্ষিণের উদ্দেশে মোট ৯টি মেলা স্পেশাল ট্রেন চলবে। এগুলি ছাড়বে সকাল ৯টা ১০ মিনিট, ১১টা ১৮ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, রাত ১০টা ১০ মিনিট, রাত ১২টা ৭ মিনিট, রাত ১টা ৬ মিনিট, রাত ১টা ২৫ মিনিট এবং রাত ২টা ৫২ মিনিটে। এর পাশাপাশি কাকদ্বীপ থেকে শিয়ালদা দক্ষিণের উদ্দেশে একটি মেলা স্পেশাল ট্রেন ছাড়বে দুপুর ২টা ১৬ মিনিটে।

বিশেষ করে ১১ জানুয়ারি, রবিবার শিয়ালদা বিভাগে আরও কিছু অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালানো হবে। ওই দিন শিয়ালদা-বারুইপুর মাতৃভূমি, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর-নামখানা এবং নামখানা-লক্ষ্মীকান্তপুর রুটে বিশেষ ট্রেন চলবে।

এছাড়াও ১৪ জানুয়ারি, বুধবার কলকাতা-নামখানা ইএমইউ স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে নির্ধারিত সময়ের বদলে শিয়ালদা থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। একই দিনে বিকেল ৪টা ৫ মিনিটে শিয়ালদা দক্ষিণ থেকে মাঝেরহাটগামী একটি বিশেষ ইএমইউ পরিষেবাও চালানো হবে।

Advertisement

এই গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর ও কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে জেলা প্রশাসনের অনুরোধে ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।

 

Read more!
Advertisement
Advertisement