Advertisement

CV Ananda Bose: 'মাথা হেঁট হয়ে যাচ্ছে,' বাংলা নিয়ে আক্ষেপ রাজ্যপালের, পাল্টা ব্রাত্য, 'সানগ্লাস খুলে যাবে'

আমার 'মাথা হেঁট' হয়ে গিয়েছে। 'চিত্ত ভয়যুক্ত'। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনের অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ করলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, 'বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস খুলে পড়ে যাবে।'

রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্য বসুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2023,
  • अपडेटेड 4:17 PM IST
  • আমার 'মাথা হেঁট' হয়ে গিয়েছে। 'চিত্ত ভয়যুক্ত'। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনের অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • তার প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ করলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, 'বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস খুলে পড়ে যাবে।'
  • মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখার সময়ে রাজ্যপাল বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে গিয়েছে।'

আমার 'মাথা হেঁট' হয়ে গিয়েছে। 'চিত্ত ভয়যুক্ত'। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনের অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ করলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, 'বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস খুলে পড়ে যাবে।'

মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখার সময়ে রাজ্যপাল বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে গিয়েছে।' তারপরেই কবিগুরুর 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির' থেকে উক্তি করে মন্তব্য করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও তৃণমূল সরকারের নাম করেননি। নাম না করেই তিনি বলেন, তাঁর 'চিত্ত ভয়যুক্ত', 'মাথা হেঁট' হয়ে গিয়েছে। তিনি বলেন, 'এখনকার বাংলা সেই বাংলা নেই।' শুধু তাই নয়। রাজ্যপাল আরও বলেন, 'এখনও দেরি হয়নি। তবে অনেক দেরি হওযার আগে মানুষ দুর্নীতি শেষ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা চায়। দুর্নীতি এবং হিংসাকে শেষ করতে মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দুর্ভাগ্যবশত গুরুদেবের বাংলার যে পরিস্থিতি তা ঠিক করতে হবে।'

রাজ্যপালের কথায়, গুরুদেবের কথায় চিত্ত যেথা ভয়শূন্য, আমি এটা অনুভব করি। এখন চিত্ত ভয়যুক্ত। আর মাথা হেঁট হয়ে আছে। রাজ্য সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে আছে।

এর আগেও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতি নিয়ে একাধিকবার কড়া মন্তব্য করেছেন রাজ্যপাল। গত রবিবার রেলের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেও তিনি রাজ্যে হিংসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 'রাজ্যের প্রধান দুই শত্রু হিংসা এবং দুর্নীতি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement