Advertisement

Govt Holyday 2025: পুজোর মাসে আরও একটি বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মীদের, কবে?

পুজোর মাসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলো আরও একদিনের অতিরিক্ত ছুটি। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) করম পুজোর দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ছুটি রাজ্য সরকারি দফতর, সরকার পোষিত প্রতিষ্ঠান, পুরসভা, এবং অন্যান্য সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১ জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন?১ জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2025,
  • अपडेटेड 6:16 PM IST
  • পুজোর মাসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলো আরও একদিনের অতিরিক্ত ছুটি।
  • নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) করম পুজোর দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

পুজোর মাসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলো আরও একদিনের অতিরিক্ত ছুটি। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) করম পুজোর দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ছুটি রাজ্য সরকারি দফতর, সরকার পোষিত প্রতিষ্ঠান, পুরসভা, এবং অন্যান্য সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

করম পুজো মূলত আদিবাসী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ভালো ফসল ও প্রাকৃতিক কল্যাণের জন্য করম গাছের পূজা করে এই উৎসব উদ্‌যাপন করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই পরবের সামাজিক গুরুত্ব অনেক বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ২০২৩ সাল থেকেই করম পুজোর দিনটি রাজ্য সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, এবং এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।

রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর সরকারি অফিসগুলি বন্ধ থাকবে। তবে ছুটি থেকে ব্যতিক্রম থাকবে শুধুমাত্র কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স ও কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস, যা খোলা থাকবে।

এছাড়াও রাজ্যের চা-বাগান অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের কর্মীরাও এই ছুটির আওতায় পড়বেন। পুজোর আগে এমন এক ছুটি রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া এনেছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজোর জন্য টানা ছুটি থাকে রাজ্যে। তার আগে করম পুজোর এই অতিরিক্ত ছুটি কর্মীদের উৎসবের প্রস্তুতিতে বাড়তি স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement