Advertisement

পুঁই-মাচায় ফলছে আঙুর! তাক লাগিয়ে দিয়েছেন শান্তিপুরের গৃহবধূ

নদিয়ার শান্তিপুরে পুঁই, কুমড়োর মাচাতেই ফলেছে আঙুর। শান্তিপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা নিজাম শেখ ও তাঁর স্ত্রী মৌসুমী খাতুন।

পুঁই-মাচায় ফলেছে আঙুর। নদিয়ার শান্তিপুরের এক গৃহবধূর কামাল। ছবি: বিশ্বজিৎ বন্দ্যোপাধ্য়ায়পুঁই-মাচায় ফলেছে আঙুর। নদিয়ার শান্তিপুরের এক গৃহবধূর কামাল। ছবি: বিশ্বজিৎ বন্দ্যোপাধ্য়ায়
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 24 May 2021,
  • अपडेटेड 2:27 PM IST
  • পুঁইমাচায় আঙুর
  • তাক লাগিয়ে দিয়েছেন বাংলার এক গৃহবধূ
  • তা দেখতে আসছেন পাড়া-পড়শিরা

পুঁইমাচায় আঙুর! তাক লাগিয়ে দিয়েছেন বাংলার এক গৃহবধূ। তা দেখতে আসছেন পাড়া-পড়শিরা। নদিয়ার শান্তিপুরে। তিনি বুঝতেই পারেননি এত সহজে আঙুর ফলাতে পারবেন। বেশ উৎসাহ পেয়েছেন এই কাজ করে।

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার শান্তিপুরে পুঁই, কুমড়োর মাচাতেই ফলেছে আঙুর। শান্তিপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা নিজাম শেখ ও তাঁর স্ত্রী মৌসুমী খাতুন।

তিনি বোনের কাছ থেকে একটি আঙুরের চারা উপহার হিসেবে পান। সেটা গত বছরের কথা। কিছু না বুঝেই বাড়ির উঠোনে সাধারণ ভাবেই পুঁতে দেন সেই চারা। মূল ফটক থেকে ঘরে ঢোকার পথে মাথার ওপর পুঁইমাচা।

আরও পড়ুন

সেখানে পুঁই, কুমড়ো ভাল ফলে। এবার যোগ হয়েছে আঙুর। মাচায় অনেক পরিমানে শাখা-প্রশাখা বিস্তৃত হওয়ার ফলে প্রখর রোদের হাত থেকে রক্ষা পাওয়ার কারণে খুশি পরিবার। কখনও ভাবতেও পারেননি সুমিষ্ট ফল পাবেন তা থেকে।

গত বছরে এ সময় অল্প পরিমাণে হলেও এ বছর প্রচুর পরিমাণে আঙুর ফলেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় আত্মীয়-পরিজন যেন ভেঙে পড়েছে। তাঁদের আমন্ত্রণও জানানো হচ্ছে। তবে ফল পাকার অপেক্ষায় অনেকেই।

আঙুর চাষ করেন, এমন মানুষের সঙ্গে এ ব্যাপারে তথ্য জানা গিয়েছে। তাঁদের মতে, ডালপালা নিয়মিত ছাঁটার ফলে এবং অতিরিক্ত রোদে ফলন ভাল হয়। এবং ফলের মিষ্টতা বাড়ে। প্রতি বছরেই গ্রীষ্মকালীন এই ফল সেপ্টেম্বর মাস পর্যন্ত পাকতে থাকে। তবে মেঘলা আকাশ কুয়াশা-বৃষ্টি আঙ্গুর ফলের প্রধান প্রতিপক্ষ।

 

Read more!
Advertisement
Advertisement