নবমীর দুপুর থেকে বৃষ্টি। সঙ্গে ঝড়ো হাওয়া। তবে সন্ধ্যা থেকে বৃষ্টি থেমে যাওয়ায় পুজোর শেষ দিন ভালই কেটেছে বঙ্গবাসীর। কিন্তু দশমীতে ভাগ্যদেবী ততটা সদয় না-ও হতে পারে। সৌজন্যে ঘূর্ণিঝড় 'হামুন'। আবহাওয়া দফতর বলছে, দিঘা থেকে সামান্য দূরেই বর্তমানে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আর তার জেরে দশমীর বিকেল, সন্ধ্যায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ২৪ ও ২৫ অক্টোবর ঝড়ো হাওয়া, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ অক্টোবর থেকে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
'হামুন' নাম কোন দেশ দিল?
প্রতিবারই ঘূর্ণিঝড় আসার আগে তার অভিনব নাম জানা যায়। ইতিমধ্যেই দশমীতে হামুনের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোষ্ট ছড়িয়েছে। কিন্তু এই হামুন নামের উৎপত্তি হল কোথা থেকে?
ঘূর্ণিঝড়ের নাম 'হামুন' দিয়েছে ইরান৷ ফার্সি ভাষায় মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়কে বলা হয় হামুন৷ সেই নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ।
সর্বশেষ আপডেটে আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে হামুনের অভিমুখ বাংলাদেশের খেপুপাড়ার দিকে৷ বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন। বুধবার খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি কোনও স্থান দিয়ে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়৷
আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা থেকে মাত্র ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে হামুন৷ ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে।
গত দুই দিন ধরেই আসন্ন ঘূর্ণিঝড়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। তাঁরা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়ে জানিয়েছিলেন। নবমী ও দশমীতে যে তার জেরে বৃষ্টিপাত হবে, সেই পূর্বাভাসও দিয়েছিলেন তাঁরা। আপাতত ঘণ্টায় ১৮ কিমি গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তরপূর্বে সরে আসছে ঘূর্ণিঝড় হামুন।