রাহুল গান্ধীকে নিয়ে 'খারাপ শব্দ' ব্যবহার শুভেন্দু অধিকারীর। তবে তাই নিয়ে মোটেও অনুতাপ নেই রাজ্যের বিরোধী দলনেতার। উল্টে দাবি করলেন, কোনও অসংসদীয় কথা বলেননি তিনি।
বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। সেই সম্পর্কে রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, 'গত চারদিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী... রাহুল গান্ধী... কে হরিদাস পাল! একটা গা*।' এক সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।
এই মন্তব্যের পর থেকেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। রায়গঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি শিলিগুড়ি থানায় অভিযোগ করেন আর এক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার।
ভিডিওটি টুইট করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন,'এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক।'
সোমবার বিধাননগরে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন। শুভেন্দুর কথায়, 'আমি কি অসংসদীয় শব্দ বলেছি? যাঁরা আমার বিরুদ্ধে আপনাদের কাছে অভিযোগ করেছেন, কী বলেছেন তাঁরা?' এর পাশাপাশি তিনি দাবি করেন, রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করেননি। উল্টে বলেন, 'সম্মানিত নেতা উনি, যিনি নিজেকে জাতীয় নেতা বলেও দাবি করেন। এত দিনের সাংসদ, নিশ্চিয়ই তিনি নেতা। তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি? স্টোভের ওপর কয়লা দিয়ে চা বানাই। এটা কি বাস্তব সম্মত কথা? না বোকাদের কথা? বোকার মতো কথা বলেছেন বলে বোকাই বলেছি। এর সঙ্গে কোনও অশালীন বা অসংসদীয় শব্দ নেই। বোকাকে পশ্চিমবঙ্গে যে চলতি ভাষায় বলে সেই শব্দ প্রয়োগ করা হয়েছে। এতে কোনও ব্যক্তিগত আক্রমণ নেই। কোনও অসংসদীয় বক্তব্য নেই।'