Advertisement

Bengal Weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণের এই জেলাগুলিতে

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু দিন রাজ্যে দেখা যাবে গরম, ঝড়বৃষ্টি ও আর্দ্রতার একসঙ্গে সহাবস্থান। কোথাও দাবদাহ চলবে, তো কোথাও স্বস্তির বৃষ্টি নামবে। কিন্তু তাতেও মিলবে না আরাম, বরং বাড়বে অস্বস্তি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2025,
  • अपडेटेड 8:38 AM IST

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু দিন রাজ্যে দেখা যাবে গরম, ঝড়বৃষ্টি ও আর্দ্রতার একসঙ্গে সহাবস্থান। কোথাও দাবদাহ চলবে, তো কোথাও স্বস্তির বৃষ্টি নামবে। কিন্তু তাতেও মিলবে না আরাম, বরং বাড়বে অস্বস্তি।

এপ্রিল থেকে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি গরমের দিন দেখা দিতে পারে। বিশেষ করে এপ্রিলেই তার প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যে এপ্রিলে গরমের দাপট বাড়ার পাশাপাশি মাঝেমধ্যে ঝড়বৃষ্টিও দেখা যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে রয়েছে।’

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আকাশ অনেক জায়গায় মেঘলা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে গরমের হাত থেকে বাঁচতে সাময়িক স্বস্তি দেবে এই ঝড়বৃষ্টি। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যধিক হওয়ায় ঘেমে নেয়ে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে।

আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় বিভ্রান্ত হতে পারেন সাধারণ মানুষ। কারণ একদিকে যখন তীব্র গরমে হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গ, অন্যদিকে সেই গরমেই হানা দেবে বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টি। ফলে ঠান্ডা-গরম আবহাওয়াজনিত রোগবালাইয়ের প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরাও।

সব মিলিয়ে বলা যেতে পারে, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই তৈরি হয়েছে মিশ্র চিত্র। কখনও গরমে পুড়বে রাজ্য, তো কখনও আকাশে নামবে কালো মেঘ, সঙ্গে ঝড় ও বৃষ্টি। তবে এই অবস্থায় সকলে যেন সতর্ক থাকেন, আবহাওয়ার নিয়মিত আপডেট রাখেন— এমনটাই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

রবিবার এবং সোমবার উপকূলীয় এবং পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement