South Bengal Rain Alert: ফের নিম্নচাপের আশঙ্কা। আবারও বর্ষার দাপট। ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই এই নিম্নচাপের(low-pressure formation) কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই প্রতিবেদনে ২৩ থেকে ২৭ জুলাই, প্রতিটি দিনের সম্ভাব্য পূর্বাভাস(Bengal weather update) দেওয়া হল। আসুন এক নজরে সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া(South Bengal rain alert)
২২ জুলাই, মঙ্গলবার:
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক-দু’জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ জোরে হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।
২৩ জুলাই, বুধবার:
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।
২৪ জুলাই, বৃহস্পতিবার:
অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলিতে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস।
বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
২৫ জুলাই, শুক্রবার:
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা।
২৬ জুলাই, শনিবার:
প্রায় সব জেলায় মাঝারি বৃষ্টি।
পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
২৭ জুলাই, রবিবার:
পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন(View PDF) অনুযায়ী, এই লাগাতার বৃষ্টির ফলে নিচু এলাকা, আন্ডারপাসে জল জমতে পারে। যানজটের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দুর্বল বাড়ির দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে। একটানা বৃষ্টির ফলে নদীর জলস্তরও বাড়বে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস থাকায় সেই বিষয়েও সাধারণ মানুষকে সাবধান থাকার সুপারিশ করা হচ্ছে। এর পাশাপাশি কৃষিজীবীদেরও টানা বৃষ্টির ফলে ফসলের ক্ষতি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
২২-২৪ জুলাই:
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৫ জুলাই:
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৬-২৭ জুলাই:
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ফলে সব মিলিয়ে আগামী ২৩ থেকে ২৭ তারিখ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।