Advertisement

Rain Forecast Flash Flood Alert: তুমুল বৃষ্টির পূর্বাভাস, হড়পা বানের সতর্কতা ডুয়ার্সে, আশঙ্কায় উত্তরবঙ্গ

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হড়পা বানের আশঙ্কা করা হয়েছে ডুয়ার্সে। অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2024,
  • अपडेटेड 10:59 AM IST
  • উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।
  • হড়পা বানের আশঙ্কা করা হয়েছে ডুয়ার্সে।
  • বাড়ছে নদীর জলস্তর।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হড়পা বানের আশঙ্কা করা হয়েছে ডুয়ার্সে। অন্য দিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ১১ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলস্তর বাড়ছে নদীর

জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। তিস্তা এবং জেলার অন্যান্য নদীর জলস্তর বাড়ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলছে। তিস্তায় মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সর্তকতা। পাশাপাশি ৩১ নং জাতীয় সড়কে জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছেলাল সর্তকতা। জলঢাকা নদীতেই সংরক্ষিত এলাকায় জারি হলুদ সর্তকতা। পাশাপাশি তিস্তা দোমাহানিতেও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের হবে না।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রির কাছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৯ শতাংশ।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement