
BLO হিসাবে শিক্ষকদের নিয়োগে বাধা নেই, জানাল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিন্হা জানালেন, বুথ লেভেল অফিসার হিসাবে শিক্ষকদের নিযুক্ত করা যেতেই পারে। এতে আইনত কোনও বাধা নেই, পর্যবেক্ষণ বিচারপতির। সম্প্রতি SIR-এর কাজের জন্য BLO হিসাবে নিয়োগের সিদ্ধান্তে আপত্তি তোলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ।
এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরা। কিন্তু প্রাথমিক শিক্ষকদের একাংশের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি অমৃতা সিন্হা।
জানা গিয়েছে, এই বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে SIR সংক্রান্ত কাজ করতে হবে। এরপর কাজের রিপোর্ট ERO-কে জমা দিতে হবে। সপ্তাহের অন্যান্য দিন স্কুল থাকায়, রবিবার করে বের হতে হবে BLO-র দায়িত্বপ্রাপ্তদের। সেই বিষয়ে ঘোর আপত্তি জানান প্রাথমিক শিক্ষকদের একাংশ। তাঁরা রবিবার ছুটির দিন বজায় রাখার আর্জি জানান।
তবে এদিন তাঁদের আর্জি নাকচ করে দেন বিচারপতি। পাল্টা প্রশ্ন করেন, 'রবিবার কাজ করতে অসুবিধা কোথায়?' বিচারপতির আরও প্রশ্ন, 'শিক্ষক থাকলেও, ছাত্র আছে কি?'
ফলে কার্যত, এসআইআরের কাজের জন্য BLO হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা রইল না। বুথ লেভেল অফিসার নিয়োগ শিক্ষকদের একাংশের আপত্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।