Advertisement

Higher Secondary 2025: SFI-এর ধর্মঘটের আবহেই উচ্চ মাধ্যমিক, রাস্তায় বিপদে পড়লে কাকে ফোন? রইল পুলিশের টোল ফ্রি নম্বর

শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। এবছরই শেষ পুরনো সিলেবাসে পরীক্ষা হবে। ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল হবে। সেমেস্টারের কারণে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এদিকে, আজ এসএফআইয়ের ধর্মঘটের পাল্টা পথে নামছে ওয়েবকুপা। কালো ব্যাজ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি। আজ  গোলপার্ক থেকে যাদবপুরকাণ্ডে ধিক্কার মিছিল বিজেপিরও।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 9:02 AM IST

শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। এবছরই শেষ পুরনো সিলেবাসে পরীক্ষা হবে। ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল হবে। সেমেস্টারের কারণে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এদিকে, আজ এসএফআইয়ের ধর্মঘটের পাল্টা পথে নামছে ওয়েবকুপা। কালো ব্যাজ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি। আজ গোলপার্ক থেকে যাদবপুরকাণ্ডে ধিক্কার মিছিল করবে বিজেপিও।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। এবছর রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

জানা যাচ্ছে, রাজ্যে এবার মোট পরীক্ষা কেন্দ্র ২, ০৮৯টি। যার মধ্যে ১৩৬টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে সংসদের তরফে। আর এই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা সংসদ রাখছে বলে জানা যাচ্ছে। এমনকী পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারিতে ব্যবহার করা হবে সিসি ক্যামেরাও। মোতায়েন করা হবে অতিরিক্ত পরীক্ষক। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। 

ফোন নিয়ে গেলে পরীক্ষা বাতিল
সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। ৯ টার মধ্যে পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। 

Advertisement

পরীক্ষা পরিচালনা করতে কী বন্দোবস্ত?
- এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে।
- প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর।
- প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে।
- এবার প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে।
- প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।
- উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। 

Read more!
Advertisement
Advertisement