Advertisement

Kolkata Book Fair: বইমেলায় হিন্দু সংগঠনের স্টলের অনুমতি নয় কেন? গিল্ডকে তিরস্কার হাইকোর্টের

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি-র স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে এবার মামলা গড়াল হাইকোর্টে। কেন বইমেলায় ভিএইচপি-র স্টলে অনুমতি দেওয়া হল না, তা নিয়ে গিল্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

কলকাতা হাইকোর্ট।কলকাতা হাইকোর্ট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2025,
  • अपडेटेड 5:17 PM IST
  • কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি-র স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি।
  • এই নিয়ে এবার মামলা গড়াল হাইকোর্টে।
  • গিল্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি-র স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে এবার মামলা গড়াল হাইকোর্টে। কেন বইমেলায় ভিএইচপি-র স্টলে অনুমতি দেওয়া হল না, তা নিয়ে গিল্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় এবার স্টল করার জন্য গিল্ডের কাছে অনুমতি চেয়েছিল ভিএইচপি। 
তবে সেই অনুমতি দেয়নি গিল্ড। 

শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন যে, বইমেলায় স্টল করার জন্য ভিএইচপি-কে জায়গা দেওয়া উচিত। কেন এ বছর গিল্ড তা দেয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

শুনানিতে গিল্ডের আইনজীবী দাবি করেন যে, স্পর্শকাতর বই প্রকাশ করে ভিএইচপি এবং তাদের কোনও প্রকাশনা দফতর নেই। এর পাল্টা ভিএইচপি-র আইনজীবী বলেন যে, তাদের সংগঠনের নাম বিশ্ব হিন্দু বার্তা। ২০১১ সাল থেকে বইমেলায় তাঁরা স্টল দিচ্ছেন। 


বিচারপতি সিনহা বলেন, 'গত কয়েক বছরে অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন দেওয়া হবে না? কেন তাঁরা আগে জানাননি, যে কী স্পর্শকাতর বই প্রকাশ করা হয়েছে? দীর্ঘদিন ধরে কোনও স্পর্শকাতর বই প্রকাশ করছেন  না তাঁরা। তাহলে  এখন হঠাৎ তাঁরা স্পর্শকাতর বই প্রকাশ করছেন?'

গিল্ডের আইনজীবী বলেন, এবার বইমেলায় নিয়ম বদল হয়েছে। তাই অনুমতি দেওয়া হয়নি। এর পাল্টা বিচারপতি সিনহা বলেন, 'আপনাদের কোনও বিধিবদ্ধ আইন নেই, যা বদলেছে। এত বছর কেন অনুমতি দিয়েছিলেন? নিজেরাই নিজেদের নিয়ম তৈরি করছেন।'

বইমেলায় ভিএইচপিকে স্টলের জন্য গিল্ডকে নির্দেশ দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ২০ জানুয়ারি। 
 

Read more!
Advertisement
Advertisement