Advertisement

Rabindra Jayanti: ২৫শে বৈশাখে 'রবীন্দ্রনাথ' নিয়ে বলবেন শাহ, বাবুলকেও চাইছেন স্বপন

বিজেপির তরফে এবার ঘটা করে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী। অনুষ্ঠানের নাম 'খোলা হাওয়া'। রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তৃতার আগে রবীন্দ্রনাথের রাজনৈতিক ধ্যানধারণা ও জীবনদর্শন সম্পর্কে বলবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে অনু্ষ্ঠানে আলাদা করে নাম নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Apr 2023,
  • अपडेटेड 1:50 PM IST
  • বিজেপির তরফে এবার ঘটা করে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী।
  • অনুষ্ঠানের নাম 'খোলা হাওয়া'।

বিজেপির তরফে এবার ঘটা করে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী। অনুষ্ঠানের নাম 'খোলা হাওয়া'। রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তৃতার আগে রবীন্দ্রনাথের রাজনৈতিক ধ্যানধারণা ও জীবনদর্শন সম্পর্কে বলবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে অনু্ষ্ঠানে আলাদা করে নাম নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

 অনুষ্ঠানে 'আমাদের রবীন্দ্রনাথ' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন। বঙ্গ-বিজেপির কোর কমিটির সদস্য তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এই সংগঠনের মূল কান্ডারি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পোস্টারের ছবি ট্যুইট করেছেন স্বপন দাশগুপ্ত। তাতে লেখা রয়েছে প্রবেশপত্রের জন্য শঙ্কুদেব পাণ্ডার সঙ্গে দেখা যোগাযোগ করতে হবে। 

বিজেপি সূত্রের খবর, ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়েই অমিত শাহ ২৫ বৈশাখ দিল্লি থেকে কলকাতায় উড়ে আসতে চলেছেন। সকালে তিনি প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন। তারপর বিকেল ৫টায় অনুষ্ঠানে যোগ দেবেন। বক্তাদের তালিকায় শাহ ছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তর নাম রয়েছে। বক্তৃতার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্যদের। তবে অমিত শাহ ওই দিন রবীন্দ্রনাথ সম্পর্কে কী বলেন, সে দিকেই অনেকের নজর।

স্বপন দাশগুপ্ত 'আজতক বাংলা'কে বলেছেন, 'রবীন্দ্রনাথকে নিয়ে একটি মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যেকারণেই অমিত শাহ আসছেন। তিনিই মূল বক্তা। প্রবেশ আমন্ত্রণমূলক। তবে কোনও বিধিনিষেধ নেই। অনুষ্ঠান একেবারেই অরাজনৈতিক। রাজনৈতিক জগতের কে কে আসবেন, তা ঠিক হলেই জানানো হবে।'

পোস্টারে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের নাম নেই কেন, জানতে চাওয়ায় শঙ্কুদেব পাণ্ডা 'আজতক বাংলা'কে বললেন, এটা বিজেপির অনুষ্ঠান নয়। হয়ত পার্টির কেউ কেউ যুক্ত রয়েছেন। কিন্তু পার্টির অনুষ্ঠান এটা নয়। তবে সকলকেই আমন্ত্রণ জানানো হবে। একটি আলোচনা সভা হবে রবীন্দ্রনাথের ওপর। বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতা-সহ অনেকেই। তৃণমূলের লোকজনকেও স্বাগত। চাইলে বাবুল সুপ্রিয়ও গান গাইতে আসতে পারেন।'

Advertisement

আরও পড়ুন-বাড়ছে সুন্দরবন, দঃ পরগনার ৩ রেঞ্জে এবার অবাধে ঘুরবে বাঘ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement