Advertisement

Dhan Bikri Slot Booking: মান্ডিতে ধান বিক্রি শুরু, কীভাবে ডেট বুকিং করবেন জেনে নিন

E Paddy Date Booking: ২ নভেম্বর শনিবার থেকে চাষিদের থেকে ধান কেনা শুরু করল রাজ্য সরকার। এ বার রাজ্য সরকার ধানের সহায়ক মূল্যও বাড়িয়েছে। এবার কুইন্টাল প্রতি ১১৭ টাকা বেড়েছে ধানের দাম। ২ হাজার ৩০০ টাকা করা হয়েছে।

মান্ডিতে ধান বিক্রি শুরু, কীভাবে ডেট বুকিং করবেন জেনে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 11:19 AM IST
  • চাষিরা পাবেন ২ হাজার ৩২০ টাকা
  • মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন

Online Paddy Sell Slot Booking: ২ নভেম্বর শনিবার থেকে চাষিদের থেকে ধান কেনা শুরু করল রাজ্য সরকার। এ বার রাজ্য সরকার ধানের সহায়ক মূল্যও বাড়িয়েছে। এবার কুইন্টাল প্রতি ১১৭ টাকা বেড়েছে ধানের দাম। ২ হাজার ৩০০ টাকা করা হয়েছে। সরকারি ক্রয় কেন্দ্রে (সিপিসি) ধান বিক্রি করলে আরও ২০ টাকা উৎসাহ-ভাতা দেয়া হবে। অর্থাৎ চাষিরা পাবেন ২ হাজার ৩২০ টাকা। সিপিসি ছাড়াও সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী এবং ফারমার্স প্রোডিউসার অর্গানাইজেশন থেকেও ধান কেনা হবে। স্বচ্ছতা বজায় রাখতে ইলেকট্রনিক ওজন পরিমাপ যন্ত্রের সঙ্গে ই-পস যন্ত্র যুক্ত থাকবে।

সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ধান কেনার কাজ চলবে। ধান বিক্রির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ধান বিক্রির তিনদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কৃষকরা। একজন কৃষক সারা বছরে মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।

কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত কৃষকরা সরসারি ধান বিক্রি করতে পারবেন। তাঁদের কিছু করার দরকার নেই। শুধু ধান কেনার পোর্টালে গিয়ে ডেট বুকিং করতে হবে। আর যারা এখনও কৃষকবন্ধু পোর্টালে নাম তোলেননি তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়ে ধান বিক্রি করতে হবে।

নতুন রেজিস্ট্রেশনের জন্য যে যে কাগজ লাগবে

কীভাবে রেজিস্ট্রেশন করবেন জেনে নিন

কীভাবে ধান বিক্রির জন্য ডেট বুকিং করবেন?

  • প্রথমে আপনাকে https://epaddy.wb.gov.in/schdulenew.aspx লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর Farmer Self Scheduling এ ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।
  • রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, সেটা দিয়ে লগইন করুন।
  • এরপর পরবর্তী ৩০ দিনের মধ্যে (ছুটির দিন ছাড়া) যে কোনও তারিখ বেছে নিতে পারবেন।
  • এরপর তারিখ বেছে নিয়ে কৃষককে সাবমিটে ক্লিক করতে হবে।
  • এবার একটি QR কোড স্লিপ তৈরি হবে, যা ডাউনলোড করা যাবে।
  • শিডিউলের পর কৃষক নির্দিষ্ট দিনে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement