Advertisement

SIR Form Fill Up: ২০০২ ভোটার লিস্টে বাবা-মায়ের নাম নেই? SIR ফর্মে কী লিখবেন? হাতে-কলমে দেখাল কমিশন

SIR-এর ফর্ম ফিলআপ করা নিয়ে অনেকের মধ্যেই এখনও অনেক বিভ্রান্তি এবং প্রশ্ন রয়ে গিয়েছে। সেক্ষেত্রে ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নামই না থাকলে কী করতে হবে? সেক্ষেত্রে ফর্ম ফিলআপ করার নিয়ম কী?

২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন?২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 3:46 PM IST
  • অনেক বিভ্রান্তি এবং প্রশ্ন রয়ে গিয়েছে SIR-এর ফর্ম ফিলআপ নিয়ে
  • ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নামই না থাকলে কী করতে হবে?
  • সেক্ষেত্রে ফর্ম ফিলআপ করার নিয়ম কী?

SIR প্রক্রিয়ায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন BLO-রা। ইতিমধ্যেই অনেকে ফর্ম ফিলআপ করে ফেলেছেন। অনেকের ফর্ম জমাও পড়ে গিয়েছে। তবে এখনও কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে গিয়েছে। কারও কারও প্রশ্ন, তাঁর বা তাঁর বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকলে ফর্ম ফিলআপের নিয়ম কী? আবার কেউ প্রশ্ন করছেন, বাবা বা মায়ের মধ্যে যে কোনও একজনের নাম থাকলেই কি ফর্ম ফিলআপ করা যাবে? যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির নির্বাচন কমিশন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে হাতে-কলমে দেখানো হয়েছে, এনুমারেশন ফর্ম কীভাবে ফিলআপ করবেন। 

২০০২ সালে আপনার নাম থাকলে ফর্মে কী লিখবেন? 
ফর্মের উপরের সেকশনের সবক'টি অপশন ফিলআপ করতে হবে। কিছু বিষয় ঐচ্ছিক রয়েছে। নীচের অংশের বাঁ দিকের অংশটি ফিলআপ করতে হবে। ২০০২ সালের লিস্টে নাম থাকলেও তা অন্য বিধানসভার হলে তা কেন্দ্রের নামের অপশনে মেনশন করে দিলেই হবে। আবার ২০০২ সালে অন্য রাজ্যে ভোট দিয়ে থাকলে ফর্মে সেই রাজ্য এবং সেখানকার বিধানসভা কেন্দ্রের নাম মেনশন করতে হবে। 

> ২০০২ সালে ভোটার লিস্টে বাবার নাম থাকলে ফর্মের নীচের ডান দিকের অংশ ফিলআপ করুন। সেখানে মেনশন করুন বাবার সমস্ত তথ্য। ২০০২ সালের ভোটার লিস্টে শুধু মায়ের নাম থাকলে একই ভাবে ফর্মের নীচের ডান দিকের অংশ ফিলআপ করুন। এ ক্ষেত্রে মায়ের তথ্য মেনশন করুন। 

> ২০০২ সালের ভোটার লিস্টে বাবা-মা নয় তবে ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম থাকলেও ফর্ম ফিলআপ করা যাবে। সেক্ষেত্রে ফর্মের নীচের ডান দিকের অংশে ঠাকুরদা কিংবা ঠাকুমার সমস্ত তথ্য মেনশন করতে হবে। শুধুমাত্রা বাঁ দিকের কলামে সম্পর্কের জায়গায় ঠাকুমা কিংবা ঠাকুরদা কথাটি লিখতে হবে। 

>  ২০০২-এর ভোটার লিস্টে বাবা-মা, ঠাকুমা-ঠাকুরদা কারও নাম না থাকলেও ফর্ম ফিলআপ করা যাবে। সেক্ষেত্রে যদি দাদু বা দিদিমার নাম থাকে তাহলে ফর্মের নীচের ডান দিকের কলাম তাঁদের যাবতীয় তথ্য লেখা যাবে। সেক্ষেত্রেও একই ভাবে বাঁ দিকের কলামে সম্পর্কের জায়গায় দাদু বা দিদিমার নাম লিখতে হবে। 

Advertisement

> বাবা-মা, ঠাকুমা-ঠাকুরদা, দাদু-দিদিমা, কারও নামই ২০০২ সালের ভোটার লিস্টে না থাকলে অন্য কোনও নিকট আত্মীয়ের নাম লিখেও ফর্ম ফিলআপ করা যাবে। সেক্ষেত্রেও ডান দিকের নীচের কলাপ ফিলআপ করে বাঁ দিকের কলামে সম্পর্কের জায়গায় মামা, কাকা, পিসি জাতীয় সম্পর্কের কথা লিখতে হবে।

> ২০০২ সালের ভোটার লিস্টে নিজের কিংবা কোনও আত্মীয়ের নাম না থাকলেও এনুমারেশন ফর্ম ফিলআপ করা যাবে। সেক্ষেত্রে উপরের অংশ ফিলআপ করলেও নীচের কোনও কলামই ফিলআপ করতে হবে না। ওই অবস্থাতেই ফর্ম BLO-র হাতে জমা করে দিতে হবে। 

 

Read more!
Advertisement
Advertisement