
বাড়ি বাড়ি পৌঁছে এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। অফলাইনেই মূলত এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে। তবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলার বাইরে থাকলে কোনও ভোটার CEO WEST BENGAL ওসেবসাইটে গিয়ে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। রইল স্টেপ বাই স্টেপ গাইড...
স্টেপ ১: নির্বাচন কমিশনের নয়া ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in-এ যান।
স্টেপ ২: সাইন আপ করতে পারেন অথবা ফোন নম্বর কিংবা EPIC নম্বর দিয়ে লগ ইন করতে পারেন।
স্টেপ ৩: ওয়েবসাইটেই পাওয়া যাবে SIR এনুমারেশন অনলাইন ফর্ম।
স্টেপ ৪: ফর্ম ফিল আপ করার আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড কপি হাতের কাছে রাখুন। পরের স্টেপে সেই ছবির স্ক্যান্ড কপি আপলোড করতে হবে।
স্টেপ ৫: যে কলামগুলি ফিল আপ করতে হবে সেগুলি হল, জন্মের তারিখ, আধার নম্বর (ঐচ্ছিক), মোবাইল নম্বর, পিতার নাম, পিতার এপিক নম্বর (যদি থাকে),মায়ের নাম, মায়ের এপিক নম্বর (যদি থাকে), বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর (যদি থাকে)।
স্টেপ ৬: সবশেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করতে হবে।
স্টেপ ৭: এরপর ক্লিক করুন সাবমিটে।
স্টেপ ৮: ডিক্লেরেশন পেজে একাধিক অপশন রয়েছে। সিলেক্ট করতে হবে যথাযথ অপশন।
স্টেপ ৯: ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা-মায়ের নাম থাকলে তাঁদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে।
স্টেপ ১০: ২০০২ সালের ভোটার তালিকায় কারও নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া ১১টির নথির যে কোনও একটি ডকুমেন্টে টিক দিতে হবে।
স্টেপ ১১: সবশেষে সাবমিট বটনে ক্লিক করুন।
উল্লেখ্য, ৪ ডিসম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এরপর ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং। সেই হিয়ারিং পর্বেই কমিশনের কাছে ১১টি নথির ১টি দেখাতে হবে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা-মায়ের নাম না থাকলে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।