
আজই বাংলায় ঘোষণা হতে পারে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। বিকেল ৪টে ১৫ মিনিট থেকে সাংবাদিক সম্মেলন শুরু করবে নির্বাচন কমিশন। সেখানেই বাংলা সহ ১০ রাজ্যে SIR ঘোষণা হতে পারে বলে খবর। এর মাধ্যমে ভোটার তালিকাকে বিশুদ্ধ করা হবেই কমিশনের দাবি। তাই তারা ভোটার তালিকায় নাম রাখার জন্য বিহারের মতোই ১১টি নথি চাইতে পারে বলে জানা যাচ্ছে। তবে যাঁদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাঁদের আর নতুন করে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? সেই উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।
নিজের নাম দেখতে এই নিয়ম মেনে চলুন
গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ বলে সার্চ করতে পারেন। সেখানে প্রথমেই সার্চ রেজাল্টে দেখতে পাবেন ceowestbengal.nic.in/Roll_dist সাইটটি। সেখানে ক্লিক করুন। তবে এমনটা না চাইলে সরাসরি সাইটের নামটি লিখে এন্টার প্রেস করুন। তাতে সরাসরি সাইটটি খুলে যাবে।
এই সাইটে প্রবেশ করার পরই পশ্চিমঙ্গের একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন ২০০২ সালের ভোটার তালিকা। সেই তালিকা থেকেই নিজের নাম খুঁজে নিতে হবে।
এক্ষেত্রে সবার প্রথমে নিজের জেলায় ক্লিক করুন। তারপর দেখতে পাবেন বিধানসভা কেন্দ্রগুলি। এরপর আবার নিজের বুথ (যেই স্কলে গিয়ে ভোট দিয়েছেন) খুঁজতে হবে। সেই বুথ খুঁজে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে খুলে যাবে ২০০২ সালের ভোটার লিস্ট। সেখানে নিজের নামটা খুঁজে নিন। ব্যাস, হয়ে যাবে সমস্যার সমাধান। আপনার নাম ভোটার লিস্টে থাকবে।
না থাকলে কী হবে?
এই লিস্টে নাম না থাকলে ১১টি নথির প্রয়োজন পড়তে পারে। যেমন-