চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। ফলে দিঘা যাওয়ার বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে। এ বছর জগন্নাথ মন্দিরে মহাসমারোহে পালিত হয়েছে রথযাত্রাও। দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। জুন মাস থেকেই রেশন দোকানগুলিতে প্রসাদ বিলির ব্যবস্থা করা হয়েছিল। এবার আরও একটি পদক্ষেপ নেওয়া হল। বাড়িতে বসেই আপনি পেতে পারবেন দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ। বাড়ি বাড়ি তা ডেলিভারি করার উদ্যোগ নিল মন্দির কর্তৃপক্ষ। জেনে নিন কীভাবে সেই মহাপ্রসাদ আপনি পেতে পারেন।
কীভাবে পাবেন
প্রসঙ্গত, মন্দির উদ্বোধনের পরেই জগন্নাথ ধামে পাওয়া যেত মহাপ্রসাদ। টাকার বিনিময়ে সেই মহাপ্রসাদ পেতেন দর্শনার্থীরা। এ বার ধামের পাশাপাশি বাড়ি বসেই এই মহাপ্রসাদের স্বাদ নিতে পারবেন আপনিও। কীভাবে পাবেন এই প্রসাদ? মহাপ্রসাদ বুকিয়ের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। ৯০৫৯০৫২৫৫০ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে মহাপ্রসাদ পাওয়া যাবে। মহাপ্রসাদ পেতে গেলে টাকা দিয়ে বুকিং করতে হবে।
মহাপ্রসাদের মূল্য
একনজরে দেখে নিন কোন মহাপ্রসাদের জন্য কত টাকা দাম ধার্য্য করা হয়েছে।
খিচুড়ি ভোগ-১০০ টাকা
মিষ্টি মহাপ্রসাদ-৫০ টাকা
পেড়া মহাপ্রসাদ-১০০ টাকা
পুরি ভাজি মহাপ্রসাদ (সকালে)-৫০ টাকা
দুপুরের মহাপ্রসাদ-১০০ টাকা
দুপুরের বিশেষ মহাপ্রসাদ-১৫০ টাকা
সন্ধ্যের মহাপ্রসাদ-১০০ টাকা
সন্ধ্যের বিশেষ মহাপ্রসাদ-১৫০ টাকা
ডেলিভারি চার্জ কত পড়বে
মন্দির থেকে এই প্রসাদ গ্রহণ করলে অতিরিক্ত চার্জ লাগবে না। তবে ডেলিভারি করতে হলে এক একটি বাক্সের জন্য অতিরিক্ত ১০ টাকা লাগবে। শুধু তাই নয়, দূরত্ব অনুসারে ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ডেলিভারি চার্জ লাগবে। মহাপ্রসাদে বা বিশেষ মহাপ্রসাদে কী কী ভোগ থাকছে তা ফোন করে বা হোয়াটসঅ্যাপেই জানতে পারবেন।
কখন পাবেন
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে বুকিং হবে, তা ওইদিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ডেলিভারি করা হবে। বিকেল ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত যে বুকিং জমা হবে, তা পরেরদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ডেলিভারি করা হবে।
আপাতত কম দুরত্বে ডেলিভারি
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম রাধারমণ দাস এ বিষয়ে জানিয়েছেন যে, প্রভুর মহাপ্রসাদ সকলের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হল। তবে প্রাথমিকভাবে কম দুরত্ব পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। পরবর্তী সময়ে বুকিং-এর উপর ভিত্তি করে দূরবর্তী স্থানেও পাঠানো হবে।