
SIR-এর শুনানি পর্ব চলছে। আর এই শুনানি পর্বে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু খবর উঠে আসছে যেগুলি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে। এসআইআর-এর শুনানিতে দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যান এক ব্যক্তি। পরে মারা যান তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জোমজুড়ে।
জানা গিয়েছে, বালি জগাছা ব্লক অফিসে এসআইআর-এর শুনানিতে অংশ নিতে পৌঁছন ডোমজুড় বিধানসভার ২৩৫ নম্বর পার্টের চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মদন ঘোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে কোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মদন ঘোষের বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ এসআইআর-এর কারণে মদনবাবু মানসিক টেনশনে ছিলেন। তিনি বাড়িতে প্রায়ই বলতেন, তাঁকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই ভয় এবং আতঙ্ক থেকেই তিনি অসুস্থ হয়ে মারা যান বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
ডোমজুড় ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাইতি বলেন,মদনবাবুর ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু তা সত্বেও তাঁকে শুনানিতে ডাকা হয়। শুনানির জন্য লাইনে দাঁড়ান। তারপরই তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যান। এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী নির্বাচন কমিশন। মদন ঘোষের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্য়াণ ঘোষ।