ঝড়বৃষ্টির জেরে গতকাল বিপত্তির মুখে পড়ে পড়ে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Puri Howrah Vande Bharat Express)। পুরী থেকে ফেরার পথে প্যান্টোগ্রাফ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মাঝপথেই থমকে যায় ট্রেনটি। ক্ষতিগ্রস্থ হয় ট্রেনের উইন্ডস্ক্রিন। ভেঙে যায় কাচ। রেল কর্তৃপক্ষের দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার ভোররাতে প্রায় ৩টে নাগাদ হাওড়ায় ঢোকে ট্রেনটি। এই ঘটনার জেরে আজকের জন্য ট্রেনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।
ভদ্রক রেলওয়ে স্টেশনের এক আধিকারিক জানান, ঝড়ের কারণে চালকের কেবিনের সামনের কাচ ও পাশের জানালার কাচ ভেঙে গিয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এটা স্বস্তির বিষয় যে কেউ হতাহত হননি। যখন এই ঘটনাটি ঘটে তখন ট্রেনটি দুলখাপাটনা-মঞ্জুরি রেলওয়ে স্টেশনের মধ্যে ছিল।
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত গত ১৮ তারিখই হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী বলেন,"বন্দে ভারত উন্নত ভারত এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের প্রতীক। যখন বন্দে ভারত এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে, তখন এটি ভারতের গতি এবং উন্নয়নকে প্রতিফলিত করে"। তিনি আরও বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া এবং পুরীর মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক সংযোগকে আরও মজবুত করবে৷ আজ দেশে ১৫টি বন্দে ভারত ট্রেন চলছে, এগুলি যোগাযোগের পাশাপাশি দেশের অর্থনীতি, উভয়কেই বাড়িয়ে তুলছে"।
ট্রেনের সময়সূচি
১৬ কোচের এই ট্রেনটি হাওড়া থেকে পুরীর মধ্যে ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগছে প্রায় সাড়ে ছয় ঘন্টা মতো। ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই চলছে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছায় দুপুর ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছেড়ে সন্ধে ৮টা ৩০ মিনিটে হাওড়ায় ঢোকে। যদিও আজকের জন্য এটি বাতল করা হয়েছে।