হাওড়ার পর এবার মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, বেলডাঙা-২, রেজিনগর এবং শক্তিপুর থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আজ বিকাল ৪টে থেকেই এই সমস্ত এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
কেন ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত?
অভিযোগ, গতরাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানায় ঢিল ছোড়ে একদল বিক্ষোভকারী। এক মহিলার ফেসবুক পোস্টের জেরে সেখানে হিংসা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, হাওড়ার হিংসা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বেলডাঙার এক মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও বিক্ষোভকারীরা বেলডাঙা থানায় চড়াও হয় বলে অভিযোগ।
অভিযোগ, মহিলাকে গ্রেফতার করা হয়েছে কি না তা দেখতে বিক্ষোভকারীরা বেলডাঙা থানাতে যায়। পুলিশ জানায়, মেয়েটিকে বহরমপুরে পাঠানো হয়েছে। তারপরই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের পিছু ধাওয়া করে। তখনই থানায় পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী বোমা নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকাগুলিকে ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। যাতে কোনও গুজব না ছড়ায় সেজন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকায় রাস্তা অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে ১১৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তারপর শুক্রবার সন্ধে থেকে সোমবার সকাল পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় নবান্ন। এরপর মুর্শিদাবাদের একাংশেও ইন্টারনেট বন্ধ রাখা হল।