
এবার উলুবেড়িয়া। SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে। নাম জাহির মাল। তাঁর পরিবারের সদস্যদের দাবি, কয়েকদিন ধরেই SIR নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
হাওড়ার -২ ব্লকের খালিসানি গ্রামপঞ্চায়েতের বাসিন্দা জাহির। সেখানেই পরিবার নিয়ে থাকতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ আসে। তাদের তরফে দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি মৃতদেহের কাছ থেকে।
এদিকে ঘটনার পর থেক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পৌঁছেছে নিহতের বা়ড়িতে। তৃণমূলের অভিযোগ, SIR ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে একাধিক জন মারা গিয়েছেন। এর দায় বিজেপি ও নির্বাচন কমিশনের।
তাদের দাবি, পানিহাটি, জামালপুর, ইলামবাজার, ডানকুনি ও রামনগরেও একজন করে মারা গিয়েছেন আতঙ্কে। দিনহাটায় একজন আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন। তবে তিনি এখন হাসপাতালে ভর্তি। সেই তালিকায় জুড়ল উলুবেড়িয়ার নাম।
এই ঘটনা নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করেন, এই আতঙ্ক তৈরির জন্য দায়ি তৃণমূল। তারা পরিকল্পিতভাবে সবটা করছে। রাজ্যের যে সব জ্বলন্ত ইস্যুগুলো আছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের এই চক্রান্ত।
এদিকে তৃণমূলের দাবি, SIR করে সাধাণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বিজেপি। তাদের লক্ষ্য হল, প্রচুর মানুষের নাম বাদ দেওয়া। এতে মানুষ আতঙ্কিত হলে তাদের তখন NRC ও CAA-র জন্য ঠেলে দেওয়া হবে।