Advertisement

Babri Masjid in Murshidabad: মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে জুম্মার নমাজে বিরাট জমায়েত, হুমায়ুনও সামিল

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ-ধাঁচের মসজিদের স্থানে শুক্রবার জুম্মার নমাজ অনুষ্ঠিত হয়। প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েত আরও ঘন হতে থাকে এবং নামাজ শুরুর আগেই গোটা এলাকা ভরে যায় ভক্তদের ভিড়ে।

মূর্শিদাবাদে বাবরি মসজিদের সামনে জুম্মার নমাজে বিরাট জমায়েত।-ফাইল ছবিমূর্শিদাবাদে বাবরি মসজিদের সামনে জুম্মার নমাজে বিরাট জমায়েত।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 4:46 PM IST
  • মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ-ধাঁচের মসজিদের স্থানে শুক্রবার জুম্মার নমাজ অনুষ্ঠিত হয়।
  • প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে থাকে।

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ-ধাঁচের মসজিদের স্থানে শুক্রবার জুম্মার নমাজ অনুষ্ঠিত হয়। প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েত আরও ঘন হতে থাকে এবং নামাজ শুরুর আগেই গোটা এলাকা ভরে যায় ভক্তদের ভিড়ে।

সেদিনের অন্যতম আকর্ষণ ছিল সদ্য-বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের উপস্থিতি। তিনি সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন। অনেকে তাঁর সঙ্গে ছবি তোলেনও। স্থানীয়দের বক্তব্য, তাঁর উপস্থিতি তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

বৃহৎ জনসমাবেশের কথা মাথায় রেখে প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়; কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি জনসাধারণের কাছ থেকেও অনুদানের আহ্বান করেছিলেন, যার ফলে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement