Advertisement

Humayun Kabir: আজও লক্ষাধিক মানুষের নমাজ বেলডাঙায়, হুমায়ুন বলছেন, 'আমি কাউকে ডাকিনি'

হুমায়ুন কবিরের দাবি, ভিড় এতটাই বেশি ছিল যে জায়গার অভাবে দু’দফায় নমাজ পড়াতে হয়েছে। তিনি জানান, আগের রাত থেকেই মানুষ নমাজ পড়ার জন্য এলাকায় এসে হাজির হয়েছেন। 

বাবরি মসজিদের জমিতে নামাজ, টিশার্ট বিক্রি।-ফাইল ছবিবাবরি মসজিদের জমিতে নামাজ, টিশার্ট বিক্রি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 5:16 PM IST
  • সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার, ২২ ডিসেম্বর, মুর্শিদাবাদের টেক্সটাইল মোড় থেকে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
  • তার আগেই বেলডাঙায় তাঁর প্রস্তাবিত মসজিদের সামনের জায়গায় শুক্রবার, তথা জুম্মাবারের নামাজে লক্ষাধিক মানুষের জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার, ২২ ডিসেম্বর, মুর্শিদাবাদের টেক্সটাইল মোড় থেকে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার আগেই বেলডাঙায় তাঁর প্রস্তাবিত মসজিদের সামনের জায়গায় শুক্রবার, তথা জুম্মাবারের নামাজে লক্ষাধিক মানুষের জমায়েত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

হুমায়ুন কবিরের দাবি, ভিড় এতটাই বেশি ছিল যে জায়গার অভাবে দু’দফায় নামাজ পড়াতে হয়েছে। তিনি জানান, আগের রাত থেকেই মানুষ নামাজ পড়ার জন্য এলাকায় এসে হাজির হয়েছেন। 

তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'এদিনের নামাজে রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ ছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার ও ঝাড়খণ্ড থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন।'

নতুন দলের আত্মপ্রকাশের ঠিক আগে এই বিপুল জমায়েতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এর আগেই হুমায়ুন কবির দাবি করেছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল রাজ্যের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। তাঁর বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রেস বা বিজেপি, কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সরকার গঠনের ক্ষেত্রে তাঁর দলের সমর্থন প্রয়োজন হবে।

তবে এদিন প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে গিয়েছেন ভরতপুরের এই সাসপেন্ডেড বিধায়ক। ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের ধর্মের প্রতি যেমন আমরা আস্থাশীল, তেমনই অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকব। ইসলাম শান্তির ধর্ম। অন্য কোনও ধর্মের মানুষের ক্ষতি হয়, এমন কোনও কাজ আমরা করব না।'
 

 

Read more!
Advertisement
Advertisement