Advertisement

Humayun Kabir: 'একশো পার করে দেখাক', অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুনের

'যারা TMC কে পরাস্ত করতে চায়, সব রাজনৈতিক দল কে আমরা পাশে নিয়ে লড়াই করব। আমার কোনও ইগো নেই বসতে রাজি।'

হুমায়ুন কবীরহুমায়ুন কবীর
সুজয় ঘোষ
  • কলকাতা,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • হালে পানি না পেয়ে হঠাৎ নরম সুর হুমায়ুন কবীরের গলায়।
  • তৃণমূল থেকে বেরিয়ে নুতুন দল তৈরি করার পর থেকেই তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন।

'যারা TMC কে পরাস্ত করতে চায়, সব রাজনৈতিক দল কে আমরা পাশে নিয়ে লড়াই করব। আমার কোনও ইগো নেই বসতে রাজি।' হালে পানি না পেয়ে হঠাৎ নরম সুর হুমায়ুন কবীরের গলায়। তৃণমূল থেকে বেরিয়ে নুতুন দল তৈরি করার পর থেকেই তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সরানোরও হুঁশিয়ারী দিয়েছেন। এবার তিনি এই কর্মযজ্ঞে সমস্ত  বিরোধী দল গুলোকে ডাক দিলেন হুমায়ুন।
আজতক বাংলায় এক্সক্লুসিভি সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন।

তিনি সরাসরি আজতক বাংলার প্রতিনিধিকে বলেন, 'যারা TMC কে পরাস্থা করতে চায়, সব রাজনৈতিক দল কে আমরা পাশে নিয়ে লড়াই করব। আমার কোনও ইগো নেই বসতে রাজি। যদি কেউ মনে করে থাকে আমি গাড্ডায় পড়ে আছি, সেটা ভাববার কোনও কারণ নেই। আমি ৩১ জানুয়ারী অব্দি তাঁদের জন্য অপেক্ষা করব। তারপর আমি পয়লা ফেব্রুয়ারিতে কত আসনে লড়াই করব সেটা তথনই জানতে পারবেন।'

এছড়াও তিনি বলেন, 'তাঁর দলের ধস নামার কোনও প্রশ্নই নেই। পুরোপুরি মুসলিম ভোট জমতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের ওপর আস্থা রাখবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথের ভিতরে ঠিক মত থাকে, তাহলে মুসলিম মানুষজন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যাঁরা যাঁরা প্রার্থী হিসাবে দাঁড়াবেন ১০০টা মুসলিমের মধ্যে আশিটা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দেবেন। আর ১০ পার্সেন্ট হিন্দু ভাইরাও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেবে। যাঁদের চাকরি চলে গেছে তাঁরাও আগামীদিনে বিগেডের ময়দানে কোথায় থাকে দেখবেন।'

অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেছেন ফের একবার ২৫০ আসন পেয়ে চতুর্থ বারের জন্য তৃণমূল যে ক্ষমতায় আসতে চলেছে, এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, 'দিবাস্বপ্ন দেখতে মানা করুন। তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গেও জোট করে তাতেও পারবে না। আগে একশো পার করে দেখাক তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে।'

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement