ঘর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক বৃদ্ধ ও তাঁর স্ত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। ওই দম্পতি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। স্থানীয়দের একাংশের দাবি, ওই দম্পতি অবসাদে ভুগছিলেন। অবসাদের কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তব ঠিক কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ডাকাডাকি করে সাড়া না মেলায় ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে যান পড়শিরা। ঘরে গিয়ে দেখেন যে, বিছানায় পড়ে রয়েছে তাঁদের দেহ। খবর দেওয়া হয় পুলিশে। আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় এক ব্যক্তি বলেছেন, 'অবসাদে ভুগছিলেন ওঁরা। জ্বর হয়েছিল। সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় ঘরে যান পড়শিরা। তখনই মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।' ওই ব্যক্তি জানিয়েছেন, মৃত বৃদ্ধের নাম সুশান্ত পাত্র (৬৮) এবং তাঁর স্ত্রীর নাম লতারানি পাত্র (বয়স আনুমানিক ৬২-৬৩)। তাঁদের দুই ছেলে বাইরে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগ নেই। তবে সব ঠিকই ছিল। কোনও ঝামেলা ছিল না।