Advertisement

Delhi flat: বাড়িওয়ালার সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, কয়েকদিন পরই উদ্ধার স্ত্রী-র পচাগলা দেহ

পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ শুক্রবার সেখানে পৌঁছে। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং পেছনের দরজার কাছে রক্তের দাগ পাওয়া যায়। ভেতরে প্রবেশ করে, পুলিশ বিছানার বাক্সের মধ্যে কম্বলে মোড়ানো অবস্থায় ৩৫ বছর বয়সী অঞ্জলির পচাগলা দেহ উদ্ধার করে।​

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 7:48 PM IST
  • পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ শুক্রবার সেখানে পৌঁছে।
  • ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং পেছনের দরজার কাছে রক্তের দাগ পাওয়া যায়।

পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ শুক্রবার সেখানে পৌঁছে এক মহিলার মৃতদের উদ্ধার করে। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং পেছনের দরজার কাছে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশ বিছানার বাক্সের মধ্যে কম্বলে মোড়ানো অবস্থায় ৩৫ বছর বয়সী অঞ্জলির পচাগলা দেহ উদ্ধার করেছে।​

প্রাথমিক তদন্তে জানা যায়, অঞ্জলি তাঁর স্বামী আশিস কুমারকে বাড়ির মালিক বিবেকানন্দ মিশ্র (৬৪) এবং অভয় কুমার ঝা ওরফে সোনু (২৯)-এর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এর ফলে ক্ষুব্ধ হয়ে তিনি পাঞ্জাবের লুধিয়ানায় বাবা-মায়ের বাড়িতে চলে যান। তবে ২১ মার্চ আশীষ তাকে দিল্লিতে ফিরিয়ে আনে। ২৩ মার্চ আশীষ, অভয় এবং বিবেকানন্দ মিলে পরিকল্পিতভাবে অঞ্জলিকে হত্যা করে তাঁর দেহ বিছানার বাক্সে লুকিয়ে রাখে।​

খুনের পর, আশীষ ও অভয় বিহারে পালিয়ে যায়, আর বিবেকানন্দ দিল্লিতে ফিরে আসে। পুলিশ শুক্রবার রাতে আনন্দ বিহারের সুরজমল পার্ক এলাকা থেকে বিবেকানন্দকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এবং অভয় ও আশিসের জড়িত থাকার কথা জানিয়েছে। পুলিশ এখন পলাতক আশিস ও অভয়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।​
 

 

Read more!
Advertisement
Advertisement