Advertisement

Liquor Shop in Howrah: বেআইনি মদ-গাঁজার রমরমা কারবার হাওড়ার জগাছায়, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

রমরমিয়ে চলছে বেআইনি মদ ও গাঁজার ব্যবসা। অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই অনৈতিক ভাবে চলছে ব্যবসা। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার জগাছা থানার ৮৭ দক্ষিণ পল্লী জিআইপি কলোনি এলাকায়। 

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ।পুলিশের বিরুদ্ধে ক্ষোভ।
সুচেতা কোনার
  • হাওড়া,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • রমরমিয়ে চলছে বেআইনি মদ ও গাঁজার ব্যবসা।
  • অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই অনৈতিক ভাবে চলছে ব্যবসা।
  • এমনই অভিযোগ উঠেছে হাওড়ার জগাছা থানা এলাকায়।

রমরমিয়ে চলছে বেআইনি মদ ও গাঁজার ব্যবসা। অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই অনৈতিক ভাবে চলছে ব্যবসা। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার জগাছা থানার ৮৭ দক্ষিণ পল্লী জিআইপি কলোনি এলাকায়। 

ওই এলাকায় মদের আসর বসেও বলে অভিযোগ। বেআইনি ভাবে মদের ব্যবসা করার কথা পুলিশও জানে বলে দাবি ওই ব্যবসায়ীদের। এই ঘটনা জানা সত্ত্বেও পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের উদাসীনতা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি স্থানীয়রা। তবে তাঁদের অনেকের আশঙ্কা, ক্যামেরার সামনে মুখ খুললে বিপদে পড়তে পারেন। 

ওই এলাকায় স্কুলও রয়েছে। দিনের পর দিন এমন অনৈতিক কাজ চলায় ক্ষোভ বাড়ছে এলাকায়। পুলিশ-প্রশানও নির্বিকার বলে দাবি। 

সংবাদদাতাঃ হিমাদ্রী ঘোষ

Read more!
Advertisement
Advertisement